জমির বদলে চাকরি, ইডি দপ্তরে লালুপ্রসাদ! জিজ্ঞাসাবাদের তালিকায় রাবড়ি, তেজস্বীও

আজ এখন নিউজ ডেস্ক, 19 মার্চ: জমির বদলে রেলের চাকরি দেওয়ার অভিযোগে আরও চাপের মুখে পড়লেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সমনে সাড়া দিয়ে বুধবার পাটনার ইডি দপ্তরে হাজির হন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) শীর্ষ নেতা। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে মিসা ভারতী। এর আগে মঙ্গলবার দীর্ঘ চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল লালুর স্ত্রী রাবড়িদেবী এবং ছেলে তেজস্বী যাদবকে।

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী থাকাকালীন লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি মেধার ভিত্তিতে নয়, জমি বদলে রেলের গ্রুপ ‘ডি’ পদে চাকরি দিয়েছেন। সিবিআই ও ইডি এই অভিযোগের তদন্তে নামে। সিবিআই-এর দাবি, নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণের নীতি অনুসরণ করা হয়েছিল এবং মুম্বই, জব্বলপুর, কলকাতা, জয়পুর ও হাজিপুরের রেল জ়োনগুলিতে চাকরি দেওয়া হয়। ইতিমধ্যে সিবিআই চার্জশিট জমা দিয়ে লালুসহ মোট ১২ জনকে অভিযুক্ত করেছে। পাশাপাশি, ইডি লালুর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে দেদার জল্পনা। তেজস্বী যাদব মঙ্গলবার ইডি দপ্তর থেকে বেরিয়ে এই পরিস্থিতিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করেন। তাঁর মতে, “আমরা রাজনীতিতে থাকি বলেই এ ধরনের অভিযোগ ওঠে। এটা আইনি প্রক্রিয়া, তাই সমন পেলে আমরা সাড়া দিই। কিন্তু এই সব বিজেপির পরিকল্পনারই অংশ।” বুধবার দুপুরের আগেই ইডি দপ্তরে পৌঁছান লালুপ্রসাদ।