নথি না থাকলেও জমি আপনার, জারি অধিদপ্তরের নতুন নির্দেশিকা, জানুন বিস্তারিত

আজ এখন নিউজ ডেস্ক, 11 ডিসেম্বর: বিহারে চলমান জমি জরিপ নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন ও বিভ্রান্তি ছিল। এই সন্দেহ দূর করতে রাজস্ব ও ভূমি সংস্কার বিভাগ নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা অনুসারে, আপনার জমির কাগজপত্র না থাকলেও আপনার জমি আপনারই থাকবে। অধিদপ্তর একথা স্বীকার করেছে যে, পুরোনো রেকর্ড নষ্ট হয়ে গেছে, তাই জমির মালিকানা নিয়ে নতুন নিয়ম তৈরি করা হয়েছে। 4 মাস ধরে এই জরিপ চলছে এবং মানুষের মধ্যে বিরোধও দেখা যাচ্ছে। তাই মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে অধিদপ্তর। এতে জরিপের কাজে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

বিহারে গত চার মাস ধরে জমি জরিপের কাজ চলছে। এই সময় মানুষের মনে নানা বিভ্রান্তি ও সংশয়ও দেখা দিয়েছে। জমির দলিল হারিয়ে বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় মানুষ চিন্তিত ছিল। এই সমস্যার পরিপ্রেক্ষিতে রাজস্ব ও ভূমি সংস্কার দফতর নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশনার উদ্দেশ্য হল জনগণের মনের ভয় দূর করা এবং জরিপ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা।

অধিদফতরের মত অনুযায়ী, পুরোনো জমির রেকর্ড সঠিক অবস্থায় নেই। ক্যাডাস্ট্রাল সার্ভে থেকে 100 বছর এবং রিভিশনাল সার্ভে থেকে 50 বছরেরও বেশি সময় হয়ে গেছে। বন্যা, অগ্নিকাণ্ড ও তিমিরের কারণে অনেক জমির দলিল নষ্ট হয়ে গেছে। তাই বিভাগ ‘বিহার স্পেশাল সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট রুলস, 2012’-এর অধীনে নতুন নির্দেশ জারি করেছে।