আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১১ ফেব্রুয়ারি: হুগলির মগরা স্টেশনে সোমবার রাতে পাথর হামলা হয়। ট্রেনের যেই কামরায় দুষ্কৃতীরা পাথর ছোড়ে ওইখানে একটি মহিলা যাত্রীর বসেছিল। যার জেরে পাথরের আঘাতে তার মাথা ফেটে যায়। এই ঘটনায় ওই মহিলাটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়, এমনটাই অভিযোগ। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে মগরার আরপিএফ পোস্ট। আবারও এই দুর্ঘটনার পর লোকাল ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।
ট্রেনে পাথর হামলার ঘটনা এই প্রথম নয়। ‘বন্দে ভারতে’র মতো ট্রেন বা সম্প্রতি কুম্ভগামী ট্রেনেও এভাবে আক্রমণ হয়েছে। এবার একই হামলা চলল লোকাল ট্রেনেও। জানালার কাচ ভেঙে আঘাত লাগল মহিলা যাত্রীর কপালে। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন পূজা জানা নামে এক যাত্রী। তাতে দেখা যাচ্ছে, জানালার কাচ ভেঙে চুরচুর হয়ে গিয়েছে, ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে ট্রেনের সিটের উপর। অভিযোগকারী পূজা জানিয়েছেন, রবিবার রাতে বর্ধমানের মানকুণ্ডু থেকে আপ বর্ধমান লোকালে উঠেছিলেন হুগলির মগরা যাওয়ার জন্য। সেটাই ছিল শেষ লোকাল। তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন। ব্যান্ডেল স্টেশন ছেড়ে যখন ট্রেনটি সপ্তগ্রাম স্টেশনে ঢুকছে, ঠিক তখনই একটা জোরে শব্দ হয়। পূজার অভিযোগ, কেউ বা কারা ওই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে। তিনি তা দেখতে পাননি। তবে তিনি জানালার পাশে বসে থাকায় পাথরের আঘাতে কাচ ভেঙে তাঁর মাথায় লাগে। রক্তাক্ত হন তিনি। তবে গায়ে সোয়েটার থাকায় শরীরে চোট লাগেনি বলে জানান পূজা।
মগরা স্টেশনে সোমবার এসে আরপিএফ-কে পুরো ঘটনাটি জানান তিনি। তারপর থেকেই এই ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে আরপিএফ মামলা। ইন্সপেক্টর সঞ্জয় দাস জানান, তবে এই ঘটনাটি ব্যান্ডেল ছাড়ার পর ঘটে। আর ওই ঘটনাস্থলে পরের দিনে কাউকে দেখা যায়নি। ইভেন্ট ম্যানেজমেন্ট এর কাজের সঙ্গে যুক্ত থাকা বেশ কয়েকজনকে ওই রাত্রে বেলা ঘোরাঘুরি করতে দেখা গেছে, এমনটাই অভিযোগকারী জানান। তাই ট্রেনে এই ধরনের ঘটনা ঘটলে, সেটা খুব ভয়ের। শিয়ালদহ শাখায় এভাবে লোকাল ট্রেনে পাথর ছোড়ার ঘটনা আগে বেশ কয়েকবার হয়েছে। তবে হাওড়া ডিভিশনে এটা বিচ্ছিন্ন ঘটনা বলেই দাবি রেলের। সঠিক তদন্ত ও যাত্রী নিরাপত্তার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।