বচসার জেরে প্রেমিকার খুন, দেহে রাসায়নিক স্প্রে করে পচন রুখে পালানোর চেষ্টা, তিন মাস পর গ্রেপ্তার প্রেমিক

আজ এখন নিউজ ডেস্ক, 31 জানুয়ারি: চেন্নাইয়ে এক চিকিৎসকের মর্মান্তিক কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমিকার মৃত্যুর অভিযোগে তিন মাস পর গ্রেফতার হলেন স্যামুয়েল সাম্পাথ নামে এক হোমিওপ্যাথ চিকিৎসক। অভিযোগ, মৃত্যুর পর মৃতদেহ সংরক্ষণ করতে বিশেষ রাসায়নিক ব্যবহার করেছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিন্থিয়া নামে এক ৩৭ বছর বয়সি নারীকে ফ্ল্যাটে থাকতে বলেছিলেন সাম্পাথ। সিন্থিয়া তার অসুস্থ বাবাকে নিয়েই সেখানে উঠেছিলেন। বাবার ডায়ালেসিসের প্রয়োজন ছিল। কিন্তু চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাম্পাথের সঙ্গে তীব্র বচসার জেরে একসময় ধাক্কা লেগে মাটিতে পড়ে যান সিন্থিয়া। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত সাম্পাথ মরদেহে রাসায়নিক ছিটিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ফ্ল্যাটে রেখে পালিয়ে যান। ওই ফ্ল্যাটেই ছিলেন সিন্থিয়ার বাবা, যিনি শারীরিকভাবে এতটাই অসুস্থ ছিলেন যে বিছানা থেকে উঠতেও পারতেন না। চিকিৎসার অভাবে কয়েকদিনের মধ্যেই তিনিও মারা যান।

ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় প্রতিবেশীরা প্রথমে কিছু বুঝতে পারেননি। তবে কিছুদিন পর দুর্গন্ধে সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দরজা ভেঙে সিন্থিয়া ও তাঁর বাবার মৃতদেহ উদ্ধার করে। মৃতার ফোন থেকেই অভিযুক্ত সাম্পাথের খোঁজ মেলে। পুলিশি জেরায় সাম্পাথ স্বীকার করেছেন, খুনের ইচ্ছা তাঁর ছিল না। পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।