মদন মিত্রের লাগাতার হামলার জবাব আর জি করের নির্যাতিতার বাবার!

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৩০ জানুয়ারি: এবার মদন মিত্র নিজে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের পরিবারকে কথার আক্রমণ করেন। এবং তরুণী চিকিৎসকের বাবা কামারহাটির বিধায়ককে পাল্টা জবাব দিলেন। আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাড়ি যান নির্যাতিতার বাবা। বিজেপি নেতা মারফৎ তাঁর বাবা সিবিআইয়ের ডিরেক্টরকে চিঠিও পাঠিয়েছেন। সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে এদিন দেখা করবেন তরুণী চিকিৎসকের বাবা-মা। ইতিমধ্যেই সোদপুর থেকে কলকাতা উদ্দেশে রওনাও দিয়েছেন তাঁরা।

এক সপ্তাহ আগে নির্যাতিতার বাবার সঙ্গে বেলাগাম আক্রমণ করেন মদন। বলেন, “পরিষ্কার করে বলুন কী চাই? টাকা? মনে করলে টাকাই চান। সব কিছু টাকা দিয়ে ঢাকা যায়।” তিনি আরও বলেন, “শুনেছি ডাক্তারদের ৪-৫ কোটি টাকা উঠেছিল। হ্যাঁ, যদি মনে করেন টাকা চান, টাকা চান। সব কিছু টাকা দিয়ে ঢাকা যায়। আমরা শ্রাদ্ধে পড়েছি, কিছু দিতে না পারলে টাকা দিয়ে বলে ওম নমো, ওম নমো, ব্রাহ্মণায়ো অহং দদানি। ছেড়ে দিল টাকা দিয়ে। এটা কী করছেন আপনি? বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন আপনারা।”

মদন মিত্রের লাগাতার আক্রমণের পালটা জবাব দেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, “উনি আসুন না একদিন। আমার ভাইয়ের মতো হবেন। কোনও সাজেশন থাকলে দিন। টাকার পিছনে আমি কোনওদিন দৌড়াইনি। যখন ১০ টাকা পুঁজি ছিল আমার, সেদিনও দৌড়াইনি। আজও দৌড়াইনি। এই কারণে ভগবান আপনাকে এমন সুন্দর একটা মেয়ে দিয়েছিল। সমাজ আমার মেয়েটাকে বাঁচতে দেয়নি। আমরা সুবিচার পাবই।” এদিন পুলিশ এবং সিবিআইয়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন নির্যাতিতার বাবা।

16:01