সমাজে মাফিয়াদের স্থান নেই’: ক্ষুব্ধ মমতা

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২১ জানুয়ারি: এদিন খুন হয়েছেন মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবরে আগেই ‘স্বজনহারা’র শোক উপলব্ধি করেছিলেন। এই ঘটনা শোনার পর তিনি কয়েকদিনের মধ্যেই মালদহে পৌঁছে যান, এবং তার পরিবারের পাশে দাঁড়ান। মালদহ পৌঁছে ইংরেজবাজারে নেতার বাড়িতে গিয়েছিলেন। চৈতালি সরকার দুলালবাবুর স্ত্রী দায়িত্ব দিয়েছিলেন, তার স্বামীর অপূর্ন কাজ সম্পূর্ণ করার।

২১শে জানুয়ারি ইংরেজ বাজারে দুলাল সরকারের ছবি দেখে সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানের মঞ্চে ‘স্বজনহারা’র শোক নিয়েও হুঁশিয়ারির সুরে বললেন, ”সমাজে মাফিয়াদের কোনও স্থান নেই। যারা সন্ত্রাস ছড়ায়, তাদের কোনও জায়গা নেই। দুলাল সরকার, যাকে আমি বাবলা বলে চিনি সেই ছাত্র রাজনীতির সময় থেকে, তাকে হারানো মানে আমার স্বজনকে হারানো। ওর পরিবারের পাশে আমি, আমরা আছি। ওর স্ত্রী চৈতালি এখানে আছে। ওকে বলব, মন ভেঙো না। দুলালের অসম্পূর্ণ কাজ তুমি সম্পূর্ণ করো”।

সপ্তাহ দুই আগে ইংরেজবাজারে প্রকাশ্যে দিবালোকে শুটআউটে দুলাল সরকার খুন হওয়ার পর মুখ্যমন্ত্রী পুলিশকে দায়ী করেছিলেন। এসপি-কে ভর্ৎসনার সুরে মন্তব্য করেছিলেন, তাঁর অপদার্থতার কারণে এভাবে দলের নেতাকে হারাতে হল। তাঁর তিরস্কারের পর সক্রিয়তা বাড়ায় জেলা পুলিশ। একে একে ধরা পড়ে দুলালের হত্যাকারীরা। উঠে আসে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। এই পরিস্থিতিতে দলনেত্রীর মালদহ সফর এবং সরকারি পরিষেবার মঞ্চে জেলা নেতৃত্বকে একত্র করে মাফিয়াদের বিরুদ্ধে বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।