মহাকুম্ভে ফের বিপর্যয়ের ছায়া! যমুনাপুরম সেক্টরে লাগল আগুন

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৭ ফেব্রুয়ারি: এখনও পর্যন্ত ৩০ পূর্ণর্থীর মৃত্যুর রেশ কাটেনি। মহাকুম্বে আবারও ঘটে গেছে দুর্ঘটনা। যমুনাপুরম সেক্টরে আগুন লেগে গেছে। সেই আগুন লাগার খবর পেয়ে শুরু হয়ে গেছে ওই
অগ্নি নির্বাপণের চেষ্টা। তবে আগের থেকে এখন অনেকটা আগুন নিয়ন্ত্রণে এসেছে এমনটাই খবর।

পুলিশ আগুন লাগার ঘটনা জানতে পেরে দ্রুত নেবার জন্য নিরাপত্তা কর্মীও দমকল পাঠান। তবে নিশ্চিন্তের ব্যাপার একটাই যে এই আগুন কিছুক্ষণের মধ্যে নিভে গিয়েছিল, ধরনের বড় কোনও বিপদ ঘটেনি। তবে আগুনকে কিভাবে লাগলো সে বিষয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে। আগুন ছড়িয়ে পড়েছিল ২০টি তাঁবুতে।

উল্লেখ্য, একের পর এক দুর্ঘটনার সাক্ষী হয়েছে এবারের মহাকুম্ভ। গত সোমবার হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ায় ঝলসে যান ৬ জন পুণ্যার্থী। তাদের মধ্যে ছিল দুই কিশোরও। আহতদের সকলকেই নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তারও আগে গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে বহু প্রাণহানির ঘটনা ঘটে। এর দীর্ঘক্ষণ পর যোগী সরকারের তরফে জানানো হয়, দুর্ঘটনার জেরে ৩০ জনের মৃত্যু হয়েছে। এদিকে বেসরকারি মতে জানা যাচ্ছে, আসলে মৃতের সংখ্যা শতাধিক। এই পরিস্থিতিতে সংসদে বাজেট অধিবেশন শুরু হতেই কুম্ভ ইস্যুতে সরব হয়ে ওঠেন বিরোধী সাংসদরা। লোকসভার পাশাপাশি এর আঁচ এসে পড়ে রাজ্যসভাতেও। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের জাতীয় সভাপতি খাড়গে বলেন, “মহাকুম্ভে এক হাজার মানুষের মৃত্যু হয়েছে।” এর মধ্যেই এবার আগুন লাগল মহাকুম্ভে।

এতদিকে কুম্ভে আগুন লাগার ঘটনাও আগে ঘটেছে। গত সপ্তাহেই সেক্টর ২২-এ পুড়ে ছাই হয় ১৫টি শিবির। তবে সময়মতো দমকল ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কেউ হতাহত হননি।