মহাকুম্ভের মেলায় পদপিষ্ট মানুষ! বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী কী ঘটেছিল জানালেন

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার, ২৯ জানুয়ারি: বিগত একমাস ধরে মহাকুম্ভের ‘অমৃতস্নান’ উপলক্ষে হাজারো হাজারো মানুষ ঐ পূর্ণ স্থানে যাচ্ছেন। এবং সেখানে মানুষের ভিড়ে পদপিষ্ট হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ত্রিবেণী সঙ্গমে এই বিষয় নিয়ে আতঙ্কের ছায়া নেমে এসেছে। এই দুর্ঘটনাটি কিভাবে ঘটে গেল? একজন প্রত্যক্ষদর্শীর কথা অনুযায়ী, হাজারো হাজারো মানুষের ভিড়ে পিছিয়ে আসারও উপায় ছিল না। যার জেরে বহু মানুষকে সেই চাপেই প্রাণ হারাতে হয়েছে। এবং অনেকজনই আহত হয়েছেন।

এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা কালীন ওই পরিদর্শনকারী পুণ্যার্থী জানাচ্ছেন, তিনি তার পরিবারের সঙ্গে ধীরে ধীরে স্নানের জন্য এই গাছ ছিলেন। হঠাৎ করে ভিড় বেড়ে যায়। তাঁর কথায়, ”হঠাৎই প্রচণ্ড ধাক্কাধাক্কি আর ঠেলাঠেলি শুরু হল। আমরা চেষ্টা করছিলাম সরে আসতে। কিন্তু তারও উপায় ছিল না। সবাই ধাক্কা দিচ্ছিল। মানুষ ছত্রখান হয়ে পড়েছিল। বহু মানুষ জখম হয়েছেন। জানি না কী ঘটে গিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, রাত ২টো নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশে জড়ো হন পুণ্যার্থীরা। ১০ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান। তখনই ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। যার জেরেই এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আহতদের উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অ্যাম্বুল্যান্সে করে তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রবল ভিড়ের জেরে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন আরও বহু মানুষ।