মহাকুম্ভে যোগীর তৎপরতায় শাস্ত্রী ব্রিজে আগুন!

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২১ জানুয়ারি: গতকালও মহাকুম্ভ মেলায় পুণ্যার্থীদের ভিড়ে, হাজার হাজার মানুষের পবিত্রস্নানে জমে উঠেছিল। শাস্ত্রী ব্রীজের কাছে সেক্টর ১৯ চত্বরে বেশ কয়েকটি তাবুতে হঠাৎ করেই আগুন লেগে যায়। সারা এলাকা জুড়ে এই ঘটনায় পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ দ্রুত ব্যবস্থা নেয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ প্রশাসন। প্রায় কুড়িটি দমকল ইঞ্জিন তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীদের সাহায্য করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। এমনকী দুর্ঘটনার কিছু পরেই ঘটনাস্থলে হাজির হন খোদ যোগী। এদিকে কুম্ভ মেলায় আগুন লাগার খবর পৌঁছে গিয়েছিল রাজধানী দিল্লিতেও। যার পর যোগীকে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগুন যে নিয়ন্ত্রণ আনা হয়েছে, একজন মানুষও আহত হননি, এই খবর পেয়ে আশ্বস্ত হন প্রধানমন্ত্রী।

মহাকুম্ভ যে দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনায় সেটি হাই প্রোফাইল তৎপরতা ছিল নজিরবিহীন। এদিনের ঘটনার পর আপাতকালীন কর্মীদের ২৪ ঘণ্টা তৈরি থাকার নির্দেশ দিয়েছেন যোগী। উল্লেখ্য, রবিবার দুপুরে শুরুতে একটি তাঁবুর ভিতরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এরপর দাউদাউ আগুনে জ্বলে ওঠে একটি তাঁবু। চোখের নিমেষে একাধিক তাঁবুতে ছড়ায় সেই আগুন। আপাতকালীন পরিস্থিতি সামলানোর জন্য মেলার মাঠেই ছিল দমকলের একাধিক ইঞ্জিন। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় ইঞ্জিনগুলি। তড়িঘড়ি কাজ শুরু করেন দমকল কর্মীরা।

প্রসঙ্গত, ১৪৪ বছর পর এবারের মহাকুম্ভ। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী। ১৫ বর্গমাইল এলাকায় গড়ে তোলা সেই অস্থায়ী নগরীর আয়তন নিউইয়র্ক নগরের ম্যানহাটান বরো এলাকার দুই–তৃতীয়াংশ। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ।