চারু মার্কেট এলাকায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

ফের শহরে যুবকের রহস্যমৃত্যু। বেলেঘাটার পর এবার ঘটনাস্থল দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানা এলাকা। শনিবার বিকেলে দেশপ্রাণ শাসমল রোডের একটি বাড়ির ভিতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । ঘটনার তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ। এদিন ঘটনাস্থলে যান গোয়েন্দারাও। দেহ প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করার পর গোয়েন্দাদের অনুমান, ওই যুবককে খুন করা হয়েছে। এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, মৃতের নাম অবিনাশ বাউড়ি (২২)। সে আসানসোলের বাসিন্দা। ওই এলাকায় কুশল চোপড়া নামে এক ব্যক্তির দোকানে সে কাজ করতে বলে জানা গিয়েছে । বন্ধ ফ্ল্যাট থেকে তার দেহটি উদ্ধার হয়েছে ৷ এদিন ঘটনাটি প্রথম ওই বাড়ির পরিচারিকা দেখতে পান । সন্ধ্যাবেলায় ওই বাড়িতে কাজ করতে গেলে দরজা খুলতেই দেখা যায় রক্ত ভেসে যাচ্ছে ঘর ৷ ওই যুবক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে। কে বা কারা, ওই যুবককে খুন করল, তা অবশ্য এখনও জানা যায়নি। ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের আধিকারিকরা ৷ ঘটনাস্থলটি ভালোভাবে পরীক্ষা করেন তারা। তদন্তে নেমে পুলিশ ওই ফ্ল্যাটের চারপাশের সিসিটিভি ফুটেজও বাজেয়াপ্ত করেছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানা গিয়েছে।