খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Maruti Alto 800 Electric! রেঞ্জ হবে 300 কিলোমিটার, জানুন বিস্তারিত

আজ এখন নিউজ ডেস্ক, 17 ডিসেম্বর: সকল গ্রাহকদের জন্য বিরাট সুখবর। গ্রাহকরা জেনে খুশি হবেন যে, খুব শীঘ্রই ভারতীয় রাস্তায় নতুন অবতারে দেখা যাবে Maruti Suzuki Alto 800 Electric গাড়ি। গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষের কাছ থেকে ভালো সাড়া পেতে পারে এই গাড়ি। Maruti Suzuki Alto 800 ইলেকট্রিক গাড়ির রেঞ্জ এবং চেহারাও দুর্দান্ত হবে বলে আশা করা হচ্ছে। চলুন তবে জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য।

সোশ্যাল মিডিয়ার দাবি অনুযায়ী, এর দামও হতে পারে বাজেটে। আপনি যদি বৈদ্যুতিক গাড়ি কেনার কথা ভেবে থাকেন, তাহলে আর জাস্ট একটু অপেক্ষা করুন। এই মডেলটি 2025 সালের জুনের মধ্যে ভারতীয় বাজারে লঞ্চ করা হতে পারে। তবে জানিয়ে রাখি, কোম্পানির পক্ষ থেকে এখনও এই বিষয়ে কিছু বলা হয়নি। এমনটাই দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Maruti Suzuki Alto 800 ইলেকট্রিক এই গাড়ির বৈশিষ্ট্যগুলিও একেবারে আশ্চর্যজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়িটিতে ইলেকট্রনিক ব্রেক-ইভেন সিস্টেম, এলইডি হেডলাইট, টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম যুক্ত করা হতে পারে। এছাড়া এতে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং হুইলের মতো ফিচারও যুক্ত করা হবে, যা সবার মন জয় করার জন্য যথেষ্ট। গাড়িটিতে ডিজিটাল মিউজিক সিস্টেম থাকারও সম্ভাবনা রয়েছে।

অটো বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুত Alto 800 Electric এর রেঞ্জও খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এর দামও সাধারণ মানুষের জন্য বাজেট ফ্রেন্ডলি হবে। গাড়ির রেঞ্জ সম্পর্কে কথা বললে, এটি সম্পূর্ণ ব্যাটারি চার্জে 300 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। সূত্রের খবর অনুযায়ী, এই গাড়ির দাম 6 লাখ টাকা পর্যন্ত হতে পারে। যদিও সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, এই মডেলের দাম একটু কমও হতে পারে।