উচ্চমাধ্যমিকের সিলেবাসে যুক্ত ‘মানসিক চাপ’! এই নয়া বিষয়ে কী ভাবে ক্লাস নেবেন

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২৯ জানুয়ারি: বিদেশ সরকার এবার উচ্চ মাধ্যমিক সিলেবাসে এক নতুন বিষয় রাখলেন, যার নাম ‘মানসিক চাপ’। ছাত্র-ছাত্রীদের জ্ঞানের পাশাপাশি মনের দিকে খেয়াল রাখতে হবে, এই বিষয়টির উদ্দেশ্যেই হল তাই। একাদশ শ্রেণীতে পড়াশুনার এই যে বিশাল পরিবারের চাপ কমাতে একটি নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে। আজকালকার দিনে জেনারেশনে ছাত্র-ছাত্রীদের যে পড়াশোনা চাপ, সেই চাপ বৃদ্ধি পেলে কি কি ধরনের লক্ষণ ফুটে উঠবে, তা এই বইয়ে সবিস্তার উল্লেখ করা হয়েছে। আইআইটি হোক বা দেশের অন্য বড় শিক্ষা প্রতিষ্ঠান, সম্প্রতি বেশ কিছু পড়ুয়ার আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। যার নেপথ্যে উঠে এসেছে মানসিক চাপের কথা। তাই ছাত্র থাকাকালীন মানসিক চাপ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এর জন্য প্রয়োজনীয় ব্যায়াম, যোগা-সহ নতুন বেশ কিছু বিষয় এই পাঠ্যক্রমে উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে একটি ভাবনার দিক আছে যে শিক্ষক-শিক্ষিকারা কী ভাবে ক্লাস নেবেন, শিক্ষা সংসদের তরফে সেই সংক্রান্ত প্রশিক্ষণও দেওয়া হবে। পড়ুয়াদের এখন ইঁদুরের মতন প্রথম দ্বিতীয় হওয়ার কম্পিটিশনে মানসিক চাপ বাড়ছে। তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কিভাবে এই চাপ নিয়ন্ত্রণ করা যাবে তারই পাঠ চলতি বর্ষে সিলেবাসে যোগ করেছে। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘আমরা সব সময়ে পড়ুয়াদের মানসিক চাপ কমাতে চাই। এই বইয়ের মাধ্যমে পড়ুয়ারা এবং তাঁদের পরিবার উভয়ে বুঝতে পারবে মানসিক চাপ পড়ছে কি না।’’

এদিকে, অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে এ বছর থেকে শুরু হল বিভিন্ন রকমের সচেতনতার পাঠ। সম্প্রতি ট্যাব-কন্যাশ্রীর টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না গিয়ে চলে যাচ্ছিল সাইবার প্রতারকদের হাতে। এর জন্য পড়ুয়াদের ছোট থেকে সতর্ক করতে এবং সাইবার থ্রেট সংক্রান্ত তথ্য তুলে ধরতে, পাঠ্যবইতে সাইবার সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর। একই সঙ্গে স্কুলস্তরে শিশুদের যৌন হেনস্তা সংক্রান্ত পকসো আইনের প্রাথমিক পাঠও দেওয়া হবে। শুধু বড়রা নয়, নিত্যদিন কোথাও না কোথাও যৌন হেনস্তার শিকার হচ্ছে শিশুরাও। স্কুল, খেলার মাঠ, এমনকী, বাড়ির ভিতরেও অনেক সময়ে যৌন হেনস্তার কবলে পড়ে কচিকাঁচারা। ভয়ে বা হুমকির কারণে অনেক সময়ে সত্যিটা বলেও উঠতে পারে না তারা। কিন্তু এই হেনস্তা যে আদতে বড় অপরাধ, এ বার তারই পাঠ দিতে চলেছে স্কুলশিক্ষা দপ্তর।