উত্তরপ্রদেশে ঘটে গেল ফের নাবালিকাকে ধর্ষণ! পুলিশের হেফাজতে অভিযুক্ত 

আজ এখন,দেবপ্রিয়া কর্মকার,১৬ মার্চ: আবারও ঘটে গেল রণক্ষেত্র উত্তরপ্রদেশের হাথরস একটি মর্মান্তিক ধর্ষণের ঘটনা। একটি সাত বছরের নাবালিকাতে গণধর্ষণ করা হয়। এবং এই ঘটনার সামনে আসায় অপরাধীর শাস্তির দাবিতে পথে নামল ক্ষুব্ধ জনতা। ধর্মীয়স্থানে পাথর ছোড়ার অভিযোগ উঠল উন্মত্ত ভিড়ের বিরুদ্ধে। এই ঘটনায় এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে বিরাট সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। এই ঘটনায় মূল অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, হাথরসের সাদাবাদ কতোয়ালি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। গতকাল রাতে ওই গ্রামের একটি বালিকা যার বয়স সাত বছর কিছু কিনতে স্থানীয় একটি দোকানে যায়। সেই সময় একটি নাবালক এসে তাকে তুলে নিয়ে যায়। ওই ওই শিশুটিকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ওই রাত্রে বেলায় তাকে অনেক খোঁজাখুঁজির পর খুব খারাপ অবস্থা তাকে উদ্ধার করে, হাসপাতালে ভর্তি করা হয়। এবং পুলিশ ঘটনাটি সামনে আসার পর রাতের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে। জানা যায়, নির্যাতিতা একজন হিন্দু বালিকা এবং অভিযুক্ত ওই নাবালক ধর্ষক মুসলিম সম্প্রদায়ের। ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা বিষয়টি সাম্প্রদায়িক রূপ নেয়।

আজ সকাল থেকে ওই এলাকার পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে। ওইখানকার সমস্ত বাজারহাট বন্ধ করে দেওয়া হয়। তাদের নিকটবর্তী মসজিদে উন্মত্ত জনতার ভিড় হামলা চালায়। ওই মসজিদের দরজা জানলা ভেঙে দেওয়া হয়,পাথর ছোড়াও হয়। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে আসে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন খোদ হাথরসের পুলিশ সুপার। আশেপাশের আরও বেশ কয়েকটি থানা থেকে পুলিশ বাহিনী আনা হয় ঘটনাস্থলে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সাদাবাদের বিধায়ক প্রদীপ চৌধুরী।

হাথরসের এসপি চিরঞ্জীব নাথ সিং বলেন, পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্তকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ পুলিশের মতো করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

20:20