পরিত্যক্ত কয়লা খনিতে পড়ে নিখোঁজ ব্যক্তি, এলাকায় চাঞ্চল্য

আজ এখন নিউজ ডেস্ক, 3 জানুয়ারি: জামুরিয়া থানার কাটাগড়িয়া গ্রামের এক পরিত্যক্ত কয়লা খনিতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির জ্বালানির জন্য কয়লা কুঁড়াতে গিয়ে খনির মধ্যে পড়ে যান ভীষণ রায় নামের এক ব্যক্তি। জানা গিয়েছে, তিনি রানীগঞ্জের মহাবীর কোলিয়ারির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসিএল এর নিরাপত্তারক্ষীরা কয়লা কুঁড়াতে বাঁধা দিলে পালানোর সময় তিনি হঠাৎ করে পড়ে যান ওই খনিতেই। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
ইসিএল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর ইসিএলের রেসকিউ টিম, দমকল বিভাগের একটি ইঞ্জিন এবং পুলিশ তল্লাশি শুরু করে। দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টাতেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দারা এই প্রসঙ্গে জানান, এই পরিত্যক্ত কয়লা খনিটি দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় রয়েছে। ইসিএলের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের অভিযোগ। স্থানীয়রাও উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। খনিতে নেমে তাঁরা ভীষণ রায়ের সাইকেল এবং তাঁর পায়ে পরে থাকা চটিটা উদ্ধার করেন। তবে ভীষণ রায়ের অবস্থান এখনো স্পষ্ট নয়। উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে।

স্থানীয়দের মতে, প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটছে। পরিত্যক্ত খনিগুলিকে যথাযথভাবে সুরক্ষিত না করলে আরো বড়ো বিপর্যয় ঘটতে পারে বলে তাঁদের আশঙ্কা।
এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ইসিএল-এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।