আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২ মার্চ: এদিন চুঁচুড়ায় ঘটে গেল অদ্ভুত ঘটনা। বাড়ি থেকে নিখোঁজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। পরশু রাত থেকে বাড়িতে ফেরেনি তরুণ।তার বাবা- মা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। সন্তানের চিন্তায় রাতের ঘুম উড়িয়েছে পরিবার। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।
পরিবার সূত্রে দাবি, ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তরুণের নাম সুমন পাল। বয়স আঠারো বছর।ছেলেটি চুঁচুড়ার ২ নম্বর কাপাসডাঙার বাসিন্দা। তার ছোট ভাই শুভদীপের সাথে শুক্রবার সুমনের কথাকাটিকাটি হয়। তার ভাই চতুর্থ শ্রেণীর ছাত্র। তবে তাদের ঝামেলা প্রাথমিকভাবে মিটে গেলেও দিন বিকেলের পর থেকে সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনকে জিজ্ঞাসা করে বিস্তর খোঁজাখুজির পর সুমনের খোঁজ না মেলায় শনিবার থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছে পরিবার। তার বাবা-মা পুলিশকে জানান, সুমনের স্কুল ব্যাগ ও ফোন ঘরে নেই। আর তাকে ফোন করলে কয়েকবার রিং হওয়ার পরে তা বন্ধ বলছে। এদিকে তরুণ আত্মীয়দের সঙ্গেও যোগাযোগ করেননি।
এলাকাবাসীরা জানান, পড়াশোনার দিক থেকে পাড়াতে সুমন শান্ত ও মেধাবী ছাত্র ছিল।বাবা -মাও সে কথা জানিয়েছেন, পড়াশোনা, গল্পের বই নিয়েই সারাদিন কাটাতেন তিনি। মা গীতাদেবী বলেন, “ছেলে খুব শান্ত, পড়াশোনা নিয়ে কোনও দিন কিছু বলতে হয়নি। মাঝে মাঝে আমাদের ঠাকুর বানানোর কাজেও সাহায্য করত ও। কোথায় গেল কিছু বুঝতে পারছি না। ছেলেকে ছাড়া বাঁচতে পারব না।” বাবা সঞ্জীব পালের কথায়, “ভাইয়ের সঙ্গে ঝামেলা হওয়ার পর থেকে বাড়ি নেই ও। বন্ধু ও আত্মীয়দের জিজ্ঞাসা করেছি। কেউ কিছু বলতে পারেনি। সোমবারে উচ্চমাধ্যমিক পরীক্ষা।”
ছেলে কোথায় গেলেন? কী অবস্থায় কোথায় রয়েছেন চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে পাল দম্পতিকে। ছেলের চিন্তায় নাওয়া-খাওয়া ভুলেছেন মা। এখন দিনরাত একটাই প্রার্থনা করছেন ছেলে ঘরে ফিরুক।