আজ এখন নিউজ ডেস্ক, 11 ফেব্রুয়ারি: এবার প্রাক্তন স্বামীর বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন সৃজিত-পত্নী মিথিলা! প্রথম স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০১৭ সালে আলাদা হন সঙ্গীতশিল্পী তাহসান খান। এরপর মিথিলা ২০১৯ সালের ডিসেম্বরে বিয়ে করেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে। তাদের একমাত্র কন্যা আয়রার দায়িত্ব যৌথভাবে পালন করলেও আয়রা বেশিরভাগ সময় কাটায় মায়ের সঙ্গে।
দীর্ঘদিন একা থাকার পর নতুন বছরে দ্বিতীয়বারের মতো ঘর বাঁধলেন তাহসান। রূপটান শিল্পী রোজা আহমেদের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর প্রাক্তন স্বামীর বিয়ে প্রসঙ্গে মিথিলাকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘‘এটা তাহসানের ব্যক্তিগত বিষয়। আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। প্রত্যেকের জীবন তার নিজস্ব এবং আমি অন্য কারও ব্যক্তিগত বিষয়ে কথা বলার প্রয়োজন বোধ করি না।’’
এদিকে, কাজের জন্য মিথিলা কখনও আফ্রিকায়, কখনও ঢাকায় সময় কাটান। কলকাতায় তাঁর যাতায়াত বর্তমানে অনেক কমে গেছে। এই পরিবর্তন নিয়ে নানা আলোচনা হলেও মিথিলা জানিয়েছেন, মেয়ের জন্য পরিবারের পরিবেশে থাকা জরুরি বলে তিনি ঢাকায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভাষায়, ‘‘আফ্রিকায় একটা কথা আছে, একটা শিশুকে বড় করতে পুরো গ্রামের প্রয়োজন হয়। এটাই সত্যি। আমি চাই আয়রা তার পরিবারের সান্নিধ্য পাক, ঠাকুরদা-ঠাকুমা, শাশুড়ি, বন্ধু সবার সাহচর্যেই সে মানুষ হোক।’’ মেয়ে আয়রাকে ঘিরে নিজের জীবনের অগ্রাধিকার নিয়ে বরাবরই সচেতন মিথিলা। তবে কলকাতায় কম যাতায়াতের কারণ হিসেবে পেশাগত দায়বদ্ধতার কথাও উল্লেখ করেছেন তিনি। অভিনয় এবং পারিবারিক দায়িত্বের সমন্বয়ে মিথিলা নিজের পথ তৈরি করে নিচ্ছেন বলেই জানান তিনি।