বাঘের আতঙ্কে রয়েছে মৈপীঠ গ্রামবাসী! তিন দিক জাল দিয়ে ঘিরল বনদপ্তর

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৭ জানুয়ারি: আবারও নতুন করে সুন্দরবনের মৈপীঠ গ্রামে বাঘের আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার দিন সকালে কুলতলির কিশোরী মোহনপুর সংলগ্ন দক্ষিণ জগদ্দল এলাকায় উপস্থিত পাওয়া গেছে সেই বাঘের। এবং ওইখানকার বাসিন্দারা বাঘের পায়ের ছাপ দেখতে। ফলে এলাকার মধ্যে নতুন করে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং জগদ্দল সংলগ্ন জঙ্গলে এখন ওই বাঘ রয়েছে বলেই অনুমান করা হচ্ছে।

আজ সকাল বেলা থেকেই ওই গ্রামের এক কিলোমিটার এলাকায় পুরো জাল দিয়ে ঘেরা হয়েছে। তার সঙ্গে নদীর তিন দিকের অংশ খুলে রাখা হবে। যাতে বাঘ নদী পেরিয়ে জঙ্গলে ফিরে যেতে পারে। এবং বনদপ্তর এর আধিকারিকরা সেই জন্য এমন ব্যবস্থা নিয়েছে বলে জানাচ্ছেন। এডিএফও অনুরা চৌধুরী আজ সকালেই যেখানে বাঘের ছাপ পাওয়া গেছে সেখানে যান। তিনি পুরো কাজের তদারকি করছেন। তার সঙ্গে বিএফও ওই উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি ঘটনাস্থলে যাওয়ার পর পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে বাঘকে তাড়িয়ে গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তবে খাঁচা পাতার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। আজ পরিস্থিতি বিচার করে পরবর্তী পদক্ষেপ ঠিক হবে বলে খবর। বাঘ তাড়াতে গ্রামের বাইরে শব্দবাজিও ফাটানো হচ্ছে।

লোকালয় সংলগ্ন এলাকায় বাঘ চলে আসায় আতঙ্ক আরও বাড়ছে। রুজিরুটির জন্য বাসিন্দাদের জঙ্গলে যেতে হয়। গতকাল থেকে সব বন্ধ। গ্রামে রাত পাহারার ব্যবস্থা করা হয়েছিল গতকাল রাতে। মশাল নিয়ে কর্মীরা পাহারা দিয়েছেন। আজও সেই রাত পাহারা চলবে। অন্ধকার নামলে বাসিন্দাদের বাড়ির ভিতর থেকে বেরতে বারণ করা হয়েছে। রাতে বন্ধ ঘরেই গতকাল ছিলেন বাসিন্দারা। এদিন রাস্তায় আলো লাগানোর দাবি তোলা হয়েছে। মৈপীঠ থানার পুলিশ স্থানীয়দের সচেতন করার কাজ চালাচ্ছে। এদিকে মঙ্গলবার সকালে গ্রামের জঙ্গলের ধারে যেখানে জাল লাগানো হয়েছিল, সেটির একটা অংশ কাটা অবস্থায় দেখতে পাওয়া গিয়েছে। বাঘ কি তাহলে গ্রামের ভিতর ঘোরাঘুরি করেছে গভীর রাতে? সেই প্রশ্নও উঠছে।