রাঁচির পাহাড়ী মন্দিরের দান বাক্স থেকে মিলল তিন লাখ টাকারও বেশি!

আজ এখন নিউজ ডেস্ক, 13 জানুয়ারি: ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির পাহাড়ী মন্দির কমপ্লেক্সের ১১টি দান বাক্স খুলে পাওয়া গেল ৩ লাখ টাকারও বেশি টাকা। মহকুমা আধিকারিক সদর উৎকর্ষ কুমারের নির্দেশে, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইনি টিগ্গার উপস্থিতিতে এই দান বাক্সগুলি খোলা হয়। উপস্থিত ছিলেন মন্দির কমিটির কোষাধ্যক্ষ কৃষ্ণ কানহাইয়া, সদস্য রাজেশ গাদোদিয়া, মদন লাল পারীক, সুনীল মাথুর, দয়াশঙ্কর শর্মা, মন্দির কর্মী এবং আগত ভক্তরা।

মোট ১১টি দান বাক্স থেকে সংগ্রহিত অর্থের পরিমাণ ৩,০২,৫২৫ টাকা। এর মধ্যে ২,৪২,৩০৫ টাকা ছিল নোটে এবং ৬০,২২০ টাকা ছিল কয়েনে। নোট ও কয়েন আলাদা করার সময় ৫০০ টাকার নোট ৭১,৫০০, ১০০ টাকার নোট ৫০,০০০, ৫০ টাকার নোট ৩৬,১৫০, ২০ টাকার নোট ৩৬,০০০ এবং ১০ টাকার নোট ২৮,০০০ পাওয়া গেছে। মিশ্র নোট থেকে এসেছে আরও ২০,৬৫৫ টাকা।
কয়েনের মধ্যে ২০ টাকার ১,৫২০, ১০ টাকার ৩০,০০০, ৫ টাকার ১৩,০০০, ২ টাকার ১১,০০০ এবং ১ টাকার ৪,৭০০ কয়েন পাওয়া গেছে। দান বাক্সে বৈদেশিক মুদ্রাও মিলেছে, যার সংখ্যা ৩টি।

মন্দির কমিটি জানিয়েছেন, সংগৃহীত অর্থ শীঘ্রই ব্যাংকে জমা করা হবে। মন্দির কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্থ মন্দিরের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে। পাহাড়ী মন্দিরে ভক্তদের দান করার এই উদারতা মন্দিরের ঐতিহ্য ও ভক্তি পরিবেশের পরিচায়ক। মন্দির কর্তৃপক্ষ এই অবদানের জন্য সকল ভক্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।