ত্রিকোণ প্রেমের জেরে খুন? নাবালিকার দেহ উদ্ধারে পুলিশের জালে ২

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২১ জানুয়ারি: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী পুড়ে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। এক নাবালিকাকে প্রায় ১০ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, গতকাল তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এবং বাসন্তী থানার উত্তর চুনাখালি এলাকায় দুইজনকে গ্রেফতার করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে।১০ দিন নিখোঁজ থাকার পর সোমবার উদ্ধার। তবে সোমবার রাত থেকেই পুলিশ তদন্ত শুরু করে দেয়। ধৃতরা ওই এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে।

কি কারনে এমন ঘটল? সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে কি ত্রিকোণ প্রেমের কোন বিষয় রয়েছে? এই বিষয় নিয়ে পুলিশ খতিয়ে দেখছে। তবে প্রাথমিক তদন্ত অনুযায়ী, ওই নাবালিকাকে খুন করা হয়েছে। ধৃতদের নাম বুদ্ধদেব ভট্টাচার্য ও দীপেন কয়াল। তদন্তকারীরা নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর এলাকায় গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। সেখান থেকেই দুজনের নাম উঠে আসে। এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওই দুজনকে আজ মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

চলতি মাসের ১০ তারিখ থেকে বেপাত্তা ছিল ওই নাবালিকা। পরিবারের তরফে নিখোঁজ ডায়েরিও করা হয়। সোমবার দুপুরে নাবালিকার বাড়ির অদূরে একটি জলাজমিতে একটি হাত দেখতে পান এক কৃষক। তারপরই মৃতদেহ উদ্ধার হয়। এত দিন হয়ে যাওয়ায় দেহে পচন ধরেছে।