Nadia: অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের – Aaj Akhon

Nadia: অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের

শান্তিপুর, পিয়ালী বোস:-  ইতিমধ্যে বঙ্গে তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে। শুষ্ক বাতাসের রেশ ও তীব্র তাপপ্রবাহের দরুন হাঁসফাঁস অবস্থা সকলের। এদিকে হিট স্ট্রোকের শিকারও হচ্ছেন মানুষ। সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকে। এবার এই গরম থেকেই বাঁচতে এক বিশেষ পরামর্শ দিলেন নদিয়ার শান্তিপুর সরকারি হাসপাতালের চিকিৎসক ডাঃ পবিত্র ব্যাপারি। তাঁর পরামর্শ, এই গরম থেকে বাঁচতে গেলে সব সময় বেশি করে জলপানের সাথে সাথে জলযুক্ত ফল,ও বাইরে বেরোলে অবশ্যই যেন ছাতা নিয়ে বের হন মানুষে। যদি শরীর খারাপ লাগে তবে অতি শীঘ্রই ডাক্তারের পরামর্শ নিতেও তিনি বলেন।