পরকীয়ার জালে প্রাণ হারালেন নৌকর্মী, স্ত্রীর জন্মদিনে উপহার দিতে এসে ভয়াবহ পরিণতি

আজ এখন নিউজ ডেস্ক, 19 মার্চ: সম্প্রতি এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে উত্তরপ্রদেশের মিরাটের ব্রহ্মপুরীতে। স্ত্রী মুসকানের জন্মদিন উপলক্ষে লন্ডন থেকে উপহার নিয়ে ফিরেছিলেন পেশায় মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রস্তোগি। কিন্তু আনন্দের মুহূর্ত পাল্টে যায় বিভীষিকায়, যখন সৌরভ নিজের স্ত্রীর পরকীয়ার প্রমাণ হাতে পান।

অভিযোগ, সেই সত্য উদঘাটনের জেরে মুসকান এবং তাঁর প্রেমিক সাহিল মিলে সৌরভকে নৃশংসভাবে হত্যা করেন। পুলিশ জানিয়েছে, সৌরভকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে সিমেন্টে গেঁথে একটি ড্রামে লুকিয়ে রাখা হয়েছিল। এরপর তাঁরা মানালি ভ্রমণে বেরিয়ে পড়েন, যেন কিছুই ঘটেনি।

গত ৪ মার্চ সৌরভ নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। তদন্তের সময় মুসকানের বিবৃতিতে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ সন্দেহ করে। পরে তল্লাশি চালিয়ে জমাট বাঁধা সিমেন্টভর্তি একটি ড্রামের মধ্যে সৌরভের টুকরো টুকরো দেহাংশ উদ্ধার হয়।

এসপি আয়ুষ বিক্রম সিং এই প্রসঙ্গে জানিয়েছেন, দেহে পচন ধরেছে, যা থেকে বোঝা যায় খুনের ঘটনা প্রায় ১৫ দিন আগের। মুসকান ও সাহিলকে জেরা করার পর সত্যি উদ্ঘাটিত হয়। পরিবারের তরফে অভিযোগ, মুসকানের সঙ্গে দীর্ঘদিন ধরে সাহিলের সম্পর্ক ছিল। সৌরভ বিষয়টি ধরে ফেলায় তাঁকে সরিয়ে দিতে এই ষড়যন্ত্র রচনা করা হয়। বর্তমানে মুসকান ও সাহিল পুলিশি হেফাজতে রয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।