মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের মধ্যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস!

আজ এখন নিউজ ডেস্ক, 27 জানুয়ারি: শীঘ্রই মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের দুই গুরুত্বপূর্ণ শহর, জবলপুর এবং রায়পুরের মধ্যে চলাচল করবে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। পশ্চিম মধ্য রেলওয়ে এই ট্রেন চালুর প্রস্তাব রেলওয়ে বোর্ডে পাঠিয়েছে। নতুন এই ট্রেনটি জবলপুর থেকে রায়পুরের প্রায় ৪১০ কিমি পথ মাত্র ৭ ঘণ্টায় অতিক্রম করবে। বর্তমানে এই রুটে মাত্র একটি এক্সপ্রেস ট্রেন রয়েছে। তাই মনে করা হচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে যাত্রীদের যাত্রা আরও দ্রুত ও সহজ হবে।

নতুন এই ট্রেনটি জবলপুর থেকে গোন্দিয়া হয়ে রায়পুর পর্যন্ত চলবে। এই রুটে সিওনি, মন্ডলা এবং বালাঘাটের যাত্রীরা বিশেষ সুবিধা পাবেন। গোন্দিয়া থেকে নাগপুরগামী যাত্রীদের জন্যও এটি সহায়ক হবে, কারণ তারা এখানে থেকে অন্যান্য ট্রেন সহজেই ধরতে পারবেন। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, বন্দে ভারত এক্সপ্রেস জবলপুর থেকে সকাল ৫টায় ছাড়বে এবং রায়পুর পৌঁছাবে সকাল ১১:৫৫ মিনিটে। বিপরীতে এটি রায়পুর থেকে দুপুর ১:২০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৮:১৫ মিনিটে জবলপুরে পৌঁছাবে।

এই ট্রেনটি চালু হলে যাত্রীরা সময় সাশ্রয় করতে পারবেন এবং দ্রুত নিজের নিজের কাজের জায়গায় পৌঁছাতে পারবেন। একইসঙ্গে ব্যবসায়ীদের জন্য পণ্য পরিবহনও অনেকটাই সহজ হবে। এটি দুই রাজ্যের মধ্যে শিল্প বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নতুন বন্দে ভারত এক্সপ্রেস দুই রাজ্যের যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।