আজ এখন নিউজ ডেস্ক, 19 ফেব্রুয়ারি: টেলিভিশনের জনপ্রিয় মুখ তিয়াশা লেপচা এবং সোহেল দত্তের সম্পর্কের গল্প যেন সিনেমার মতোই নাটকীয়। দীর্ঘদিনের বন্ধুত্ব প্রেমে রূপ নেয় ২০২৩ সালে। তবে কিছু মাস যেতে না যেতেই তাঁদের সম্পর্কে ফাটল ধরে। মনোমালিন্য ও ভুল বোঝাবুঝির কারণে আলাদা হয়ে যান তাঁরা।
সম্প্রতি প্রেম দিবসে আবারও একত্রিত হয়েছেন তিয়াশা ও সোহেল। তিয়াশা অকপটে স্বীকার করেছেন বিচ্ছেদের পর সোহেলের অভাব অনুভব করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘সোহেলের মতো আমার খেয়াল আর কেউ রাখে না।’’ সম্পর্ক ভাঙার জন্য নিজের একরোখা মনোভাবকে দায়ী করেছেন তিয়াশা। তিনি জানিয়েছেন, সোহেল সব সময় তাঁকে সঠিক পথে চালিত করার চেষ্টা করতেন, যা তিনি বুঝতে পারেননি।
তিয়াশা আরও বলেন, ‘‘আমি মানুষ চিনতে ভুল করি, যা সোহেল করতে দেয় না।’’ তিনি প্রতিজ্ঞা করেছেন, এবার সোহেলের কথা শুনেই চলবেন। তিয়াশা-সোহেলের ফিরে আসা প্রমাণ করে, ভুল বোঝাবুঝি দূর করতে ইচ্ছাশক্তি থাকলে প্রেমে ফেরত আসা সম্ভব।