বাঞ্জি জাম্পিং করতে গিয়েই মৃত্যু নোরা ফাতেহির? ভুয়ো খবরের বিভ্রান্তির জেরে জেরবার দর্শকগণ

আজ এখন নিউজ ডেস্ক, 6 ফেব্রুয়ারি: বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়। সম্প্রতি একটি আনভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজ দাবি করে, বাঞ্জি জাম্পিংয়ের সময় দুর্ঘটনায় নোরার মৃত্যু হয়েছে। খবরকে বিশ্বাসযোগ্য করতে, সঙ্গে একটি ভিডিওও শেয়ার করা হয়, যেখানে এক মহিলাকে অচেতন অবস্থায় ঝুলতে দেখা যায়।

খবরটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়। নোরার ভক্তদের মধ্যে শুরু হয় আতঙ্ক। অনেকেই প্রিয় তারকার এই ‘মর্মান্তিক মৃত্যু’ নিয়ে শোক প্রকাশ করতে থাকেন। তবে, দ্রুতই প্রকাশ্যে আসে সত্য। ভিডিওটি নোরার নয় এবং পুরো ঘটনাটিই ভিত্তিহীন। যা জানার পর থেকেই নেটিজেনদের একাংশ স্বস্তি পাওয়ার পাশাপাশি বেজায় ক্ষুব্ধও হয়েছেন।

এই পরিস্থিতিতে নোরা নিজেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। পাশাপাশি, তার সাম্প্রতিক মিউজিক ভিডিওর জন্য ভক্তদের ভালোবাসার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই ঘটনার মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো যে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। এর আগে অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিতের মতো তারকারাও এমন ভুয়ো খবরে জড়িয়ে পড়েছেন। ফলে এই ধরনের বিভ্রান্তি থেকে নেটিজেনদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি।