‘পশ্চিমবঙ্গ’ নয়, এবার শুধু ‘বাংলা’—কবে বদলাবে রাজ্যের নাম?

আজ এখন নিউজ ডেস্ক, 5 ফেব্রুয়ারি: রাজ্যসভায় ফের আলোচনার কেন্দ্রে পশ্চিমবঙ্গের নাম বদলের প্রসঙ্গ। তৃণমূল কংগ্রেসের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জিরো আওয়ারে সরব হয়ে জানান, ২০১৮ সালে রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস হলেও কেন্দ্রের অনুমোদন এখনও অধরা। তাহলে কি এবার সত্যিই নাম বদলের পথে আরও একধাপ এগোলো বাংলা?

ঋতব্রতর যুক্তি, দেশভাগের ফলে ‘পশ্চিমবঙ্গ’ নামটি রাখা হলেও, এখন আর সেই প্রেক্ষাপট নেই। পূর্ব পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশ, তবে ‘পশ্চিমবঙ্গ’ নামের ‘পশ্চিম’ অংশটি রয়ে গেছে! তাহলে কি এবার ইতিহাসের ধুলো ঝেড়ে নতুন পরিচয় পাওয়ার সময় এসেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি দ্রুত কার্যকর করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে। কিন্তু কেন্দ্রে কি সম্মতি মিলবে?

রাজ্যসভার এই অধিবেশনে আরও নানা দাবির কথা ওঠে—বিজেডি সাংসদ দেবাশিস সামন্তরায় বালি যাত্রা উৎসবকে জাতীয় স্বীকৃতি দেওয়ার কথা বলেন, তৃণমূল সাংসদ সাকেত গোখলে পেট্রোলে সস্তায় ইথানল মেশানোর সুবিধার প্রসঙ্গ তোলেন। কিন্তু সব আলোচনার মাঝেও সবচেয়ে বেশি কৌতূহলের জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গের নাম বদলের প্রসঙ্গ। তাহলে কি এবার ‘পশ্চিমবঙ্গ’ অতীত হতে চলেছে? নাকি রাজনীতির চাপে এই নাম বদল আরও পিছিয়ে যাবে? উত্তরের জন্য নজর থাকবে কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্তের দিকে!