আদালতের জারি করা নোটিশ উধাও! বক্সায় হোটেল, রিসর্ট, হোম স্টে বন্ধের এমন কান্ডে শুরু চাঞ্চল্য

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২২ ডিসেম্বর: কয়েকদিন আগে আদালত থেকে বক্সার উদ্দেশ্যে একটি নোটিশ জারি করা হয়েছে। সেখানে থাকা হোটেল, রিসর্ট, হোমস্টে এইগুলি কে বন্ধ করার জন্য। সেই সরকারি নোটিশ হয়ে গেল রাতারাতি উধাও। কিভাবে ঘটল এই ঘটনা? তা নিয়ে জোর গুঞ্জন পড়ে গেছে ওই এলাকায়।

সবার মনে এখন একটাই চিন্তা, কোথায় গেল সেই নোটিশ?কারণে এমন ঘটনা ঘটল? তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চর্চাও চলছে। তবে সামনাসামনি কেউ এই বিষয়ে মুখ খোলেনি। বৃহস্পতিবার রাজাভাতখাওয়া এলাকায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের গেটে বাংলা ও ইংরাজি দুই ভাষাতেই হোটেল, রিসর্ট, হোম স্টে, রেস্তরাঁ বন্ধের নোটিস লাগিয়েছিল বনদপ্তর। সারা এলাকা জুড়ে এখন নোটিশকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে আজ সেই ঘটনায় আরো বেশি প্রভাব পড়েছে। প্রশাসন থেকে জানিয়েছে, নবান্নের নির্দেশে হোটেল, রেস্তরাঁ, হোমস্টে বন্ধের নির্দেশ প্রত্যাহার করছে বনদপ্তর। যদিও সেই বিষয়ে পরিষ্কার কোনও বার্তা এখনও সামনে আসেনি।

কি কারনেই দিনকে জারি করা হলো? ২০২২ সালের ৫ মে গ্রিন ট্রাইবুনাল (ইস্টার্ন জোন, কলকাতা) পরিবেশপ্রেমী সুভাষ দত্তের করা মামলায় বক্সাতে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়। সেই রায়ের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন ব্যবসায়ীরা। ৩০ নভেম্বর পর্যন্ত গ্রিন ট্রাইবুনালের রায়ের উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট। ৪ ডিসেম্বর ফের এই মামলার শুনানি হয়েছে। কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আর বাড়েনি বলে দাবি বনদপ্তরের।

উল্লেখ্য, ৭৬০ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প। এই বনাঞ্চলের মধ্যে জয়ন্তী, বক্সা, লেপচাখা, ভুটান ঘাট, রায়মাটাং, নিমতির মতো উল্লেখযোগ্য পর্যটন স্থান রয়েছে। এই সব এলাকায় হোম স্টে ও রিসোর্ট মিলিয়ে শতাধিক পর্যটকদের রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে।