এবার ইন্টারনেট দুনিয়ায় উঠল OYO বয়কটের ডাক! কী এমন হল?

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ২২ ফেব্রুয়ারি: আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ অবিবাহিত যুগল মিলে ওয়ো হোটেলের রুমে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। তবে বেশ কয়েক মাস হল OYO একটি কঠোর সিদ্ধান্তে শিরোনামে উঠে এসেছিল, যারা হোটেল রুমে থাকবেন তাদের আগে ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে। এই সংক্রান্ত বিজ্ঞাপন নিয়েই তুমুল বিতর্ক শুরু হয়েছে। তারপর থেকে সোশ্যাল মিডিয়া ওয়ো বয়কট করার চিন্তা করেছেন।

আজকালকার দিনে জেন জি জেনারেশনের কাছে এই সংস্থা খুবই জনপ্রিয়। তারা এই ভিড় সমাজের মধ্যে একান্ত সময় কাটানোর জন্য অনেকেই রুম ভাড়া করে থাকতেন। তবে প্রেমিক প্রেমিকারা ওই সংস্থায় নতুন নিয়মের জন্য খানিকটা হল সমস্যায় পড়েছেন। ওয়ো সংস্থা জানান, এই নিয়মের জন্য তাদের ব্যবসায় কোন প্রভাব পড়েনি। তবে তাদের কাছে একের পর এক বিজ্ঞাপন মাথাব্যথার কারণ হয়ে উঠছে। কোন বিজ্ঞাপনের জন্য নেটদুনিয়ার রোষের মুখে পড়তে হল OYO-কে? সম্প্রতি একটি হিন্দি সংবাদপত্রে প্রকাশিত হয় OYO-র বিজ্ঞাপন। যেখানে OYO নামটির নিচে লেখা, “ভগবান হর জগা হ্যায়, অউর OYO ভি।” অর্থাৎ ঈশ্বর সর্বত্র আছেন, আর OYO-ও। আর এতেই চটেছে নেটদুনিয়ার বাসিন্দারা। অনেকেরই দাবি, মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে এই সংস্থা।

সর্বত্র ঈশ্বরের অস্তিত্বের সঙ্গে ওয়ো যেভাবে নিজেদের তুলনা টেনেছে, তা মেনে নিতে রাজি নন কেউই। এমন বিজ্ঞাপন ঈশ্বরকে অপমানের শামিল বলেও দাবি অনেকের। আর এই কারণেই সোশাল মিডিয়ায় এই সংস্থাকে বয়কটের ডাক উঠেছে। এক্স হ্যান্ডেলে ট্রেন্ডিং #BoycottOYO। এত বিতর্কের মধ্য়েও অবশ্য নেটিজেনদের একাংশের দাবি, নিজেদের পরিষেবার মধ্যে দিয়ে OYO আসলে মানব সেবাই করছে। তাই এ নিয়ে বিতর্কের প্রয়োজন নেই। তবে সেই সব মন্তব্যও পড়েছে সমালোচনার মুখে।