আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,8 ডিসেম্বর: সিঁথিতে ঘটে গেছে এক ভয়ানক বিস্ফোরণ। আজ সকাল বেলায় তেলের ট্যাঙ্কারে আগুন লেগে গেছে। সেই আগুনে শ্রমিকদের মৃত্যু হয়। এবং ওই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে সারা সিঁথি এলাকা। দমকল নিয়ে ওই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। গুরুতর অবস্থায় আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই তেলের ট্রাঙ্কারটি রাখা ছিল বিটি রোডের সিথির মোড়ের এলাকায়। ওই কারখানার দুই শ্রমিক শুক্রবার সকালে সেটি কাটছিলেন। ঠিক তখনই ওই দুর্ঘটনটি ঘটে। ওই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে সারা এলাকা। তার শব্দ যায় প্রায় এক কিলোমিটার পর্যন্ত ছড়ায়। এলাকাবাসীরা দেখেন, একজন শ্রমিক গাছের উপর ছিটকে গিয়েছেন। তার দেহ কার্যত ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। আর একজন শ্রমিকি উদ্ধার করা হয়, পুরো রক্তাক্ত অবস্থায়।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। দুই শ্রমিককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যজন চিকিৎসাধীন।
এদিনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। কেন কোনও রকম সুরক্ষা ছাড়াই এই তেলের ট্যাঙ্কার কাটছিলেন শ্রমিকেরা, সেই প্রশ্নও উঠছে। এলাকার এক বাসিন্দা বলেন, বহু বছর আগেও এই এলাকায় এধরনের ঘটনা ঘটেছে। তার পরও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।