আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৮ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের চালু হচ্ছে নতুন নিয়ম। এবার থেকে মদের বোতল পাওয়া যাবে এক থেকে দেড় পেগের। এবং তার সঙ্গে ই- লাইসেন্স ব্যবস্থা শুরু করা হবে, মদ ও ভাঙ বিক্রির ক্ষেত্রে। নতুন বছরের শুরুতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় এই নীতির অনুমোদন দিয়েছে। খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাপনা চালু করা হবে। যোগী সরকার মূলত বিস মোদের ব্যবসা বন্ধ করতে এই নয়া সিদ্ধান্ত নিয়েছেন।
মন্ত্রিসভায় গত ৬ ফেব্রুয়ারি যোগী আদিত্যনাথ একটি বৈঠক ডাকেন। রাজ্যের আবগারি আইনের সংস্কারের নিয়ে বিস্তর আলোচনা হয়। গতকাল বৈঠক শেষে করার পর উত্তরপ্রদেশের আবগারি মন্ত্রী নিতিন আগরওয়াল জানান, মদের বোতল বাজারে আসবে এবার থেকে ৬০ মিলিলিটার (এক পেগ), ৯০ মিলিলিটার (দেড় পেগ)। এবং বিদেশি মদের বোতল যেগুলি ৯০ মিলিলিটারের হয় সেই গুলি পাওয়া যাবে। এখন থেকে আর কাঁচের মধ্যে বোতলে করে দেশি মদ পাওয়া যাবে না। টেট্রা প্যাকে বিক্রি হবে। এবং এই নিয়মটি বাধ্যতামূলক করা হচ্ছে। ভেজাল বা বিষ মদের কারবার রুখতেই এই পদক্ষেপ করছে সরকার।
এছাড়া নিতিন আগরওয়াল আরও জানান, গত ৭ বছরে প্রথমবার উত্তরপ্রদেশের সমস্ত দেশি, বিদেশি মদ ও ভাঙের দোকান ই-লটারি ব্যবস্থার মাধ্যমে বরাদ্দ হবে। নতুন নিয়ম অনুযায়ী, একজন আবেদনকারী কেবল একটি আবেদনপত্র জমা করতে পারবেন। কোনও ব্যবসায়ী রাজ্যজুড়ে দুটির বেশি মদ বা ভাঙের দোকান খুলতে পারবেন না। বিদেশি মদ, বিয়ার, ওয়াইন ইত্যাদির খুচরো বিক্রির জন্য দোকান চালু হবে। নির্ধারিত বিদেশি মদ এবং বিয়ার বিক্রির জন্য অতিরিক্ত লাইসেন্স ফি নেওয়া হবে না।