আজ এখন নিউজ ডেস্ক, 9 জানুয়ারি: উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-১ ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের কয়েকজন আবাস প্রকল্পের উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমে পুলিশ এবং প্রশাসন সন্দেহ করছে, প্রতারকরা উপভোক্তাদের মোবাইলে আসা ওটিপি হাতিয়েই এই কাজ করেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, মোবাইলে একটি ফোন কল আসে, যেখানে প্রতারকরা তাঁদের ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য এবং ওটিপি জোগান দিতে বলে। ওটিপি শেয়ার করার পরই ধাপে ধাপে তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়। তদন্তে জানা গেছে, প্রতারকরা বেছে বেছে সেই উপভোক্তাদের ফোন করেছে, যাঁদের অ্যাকাউন্টে আবাস প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা জমা হয়েছে।
পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিক জানান, আবাস প্রকল্পের উপভোক্তাদের নামের তালিকা পঞ্চায়েত অফিস এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেখান থেকেই তালিকা জোগাড় করে প্রতারণার ফাঁদ পেতেছে দুষ্কৃতীরা। ঘটনার গুরুত্ব বুঝে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সব জেলার প্রশাসনকে সতর্ক করেছে। উপভোক্তাদের ওটিপি এবং ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। সমস্যা হলে সরাসরি জেলাশাসক বা বিডিওর কন্ট্রোলরুমে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রের খবর, টাকা হাতানোর ঘটনায় স্থানীয় এক সাইবার ক্যাফের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতারকরা কীভাবে এই তথ্য হাতে পেল, তা খতিয়ে দেখছে পুলিশ। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার এই প্রসঙ্গে বলেন, “ঘটনাটি সংবাদমাধ্যমের মাধ্যমে জেনেছি। বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। প্রশাসন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।”