পাকিস্তানের নতুন দাবি, আটকে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা!

আজ এখন নিউজ ডেস্ক, 20 ডিসেম্বর: চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও হাইব্রিড মডেলের ভিত্তিতে ভারতের ম্যাচ নিরপেক্ষ দেশে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। কিন্তু পাকিস্তান চাইছে ভারতের ম্যাচ আমিরশাহির বদলে শ্রীলঙ্কায় হোক। এই নতুন দাবির কারণে প্রতিযোগিতার সূচি ঘোষণায় দেরি হচ্ছে। যদিও ফরম্যাট চূড়ান্ত, আয়োজক দেশ নির্ধারণ না হওয়া পর্যন্ত সূচি ঘোষণা করা সম্ভব হচ্ছে না।

পাকিস্তানের আপত্তি ও দাবির ফলে প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। ভারতের পছন্দ আমিরশাহি হলেও পাকিস্তানের দাবি শ্রীলঙ্কা। এশিয়া কাপের মতো একই ধাঁচে প্রতিযোগিতা আয়োজন চায় তারা। তবে আয়োজক দেশ চূড়ান্ত করতে আইসিসি এবং সংশ্লিষ্ট বোর্ডগুলোর মধ্যে আলোচনা চলছে। দুই-তিন দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশা করা হচ্ছে।

ভারতের ম্যাচ পাকিস্তানে না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে পাক বোর্ড। ক্ষতি মেটাতে ভারতীয় বোর্ড ক্ষতিপূরণের প্রস্তাব দিলেও পাকিস্তান তা ফিরিয়ে দিয়েছে। দেশের সম্মান রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। আয়োজক দেশের দাবি এবং আর্থিক ক্ষতির বোঝা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা এখন শুধুই সময়ের অপেক্ষা।