আজ এখন নিউজ ডেস্ক, 27 ডিসেম্বর: উত্তরপ্রদেশের মিরাটের নৌচন্দী থানার ফুলবাগ কলোনিতে সম্প্রতি এক অদ্ভুত এবং ভীতিকর ঘটনা ঘটছে। এক যুবক স্কুটি নিয়ে পিছন থেকে পথচারীদের সপাটে চড় মেরে দ্রুত পালিয়ে যাচ্ছে। এই ঘটনাগুলি মূলত রাতে ঘটছে, এবং একা পথ চলা মানুষই তার মূল লক্ষ্য। গত কয়েক দিনে এই ঘটনার ফলে এলাকার মানুষজনের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, যুবকটি আচমকা স্কুটি নিয়ে পিছন থেকে আসে, এবং পথচারীদের চড় মেরে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়। কয়েক জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। নৌচন্দী থানায় এ ধরনের একাধিক অভিযোগ জমা পড়েছে।
এই বিষয়ে পুলিশ জানিয়েছে, স্কুটিচালকের খোঁজে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তবে হামলাকারী হেলমেট পরা থাকায় তাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ফুলবাগ কলোনি ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। তবে এখনও পর্যন্ত হামলাকারী ধরা না পড়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন।