আজ এখন, দেবপ্রিয়া কর্মকার,১৯ মার্চ: বহু তারকারাই রমজান রোজা পালন করছেন। প্রিয়জন- বন্ধুবান্ধবদের সঙ্গে ইফতারে মেতে উঠেছে সকলেই। সেই দিক থেকে পরীমনিও কম যায় না। ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিলেন তার ইফতার পার্টির ছবি। সোশাল মিডিয়ায় সেই ইফতার পার্টির ভিডিও শেয়ার করলেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী দুই সন্তানও বন্ধুবান্ধবরা।
পরীমনি গতকাল সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। এখানে দেখা যাচ্ছে, একটি টেবিলে ভরা ফলাহার, শরবত, মটন বিরিয়ানি, ডিম, মাংসের হালিম সহ আরও নানা খাবার সাজানো রয়েছে। কয়েকজন বসে রয়েছেন। আর অভিনেত্রী তা দুই সন্তানকে নিয়ে দাঁড়িয়ে। হলুদ সালোয়ার কামিজ পড়ে লাস্যময়ী রূপে ধরা দিলেন।। নিজে হাতে খাবার পরিবেশন করেন অভিনেত্রী। জানা গিয়েছে, ওপার বাংলার একটি জনপ্রিয় খাদ্য প্রস্তুতকারী সংস্থার খাবারে এই পার্টির আয়োজন করা হচ্ছিল।
এই ইফতার পার্টির ভিডিও দেখে একটাই প্রশ্ন উঁকি দিয়েছে অনুরাগীদের মনে, তবে কি পরীমণিও প্রতিদিনই রোজা করছেন? জানা গিয়েছে, সন্তান ছোট, এখনও স্তন্যপান করে, তাই প্রতিদিন রোজা রাখতে পারছেন না অভিনেত্রী। তবে যে দিন সম্ভব, সে দিন তিনি পালনের চেষ্টা করেন। সে দিন নিষ্ঠার সঙ্গে সমস্ত নিয়ম পালন করেন তিনি।