ট্রেন বাতিলের খবর পেয়ে শালিমার স্টেশনে যাত্রীদের বিক্ষোভ, ভোগান্তিতে যাত্রীরা

আজ এখন নিউজ ডেস্ক, 24 ডিসেম্বর: মঙ্গলবার সকালে শালিমার স্টেশনে রেল অবরোধের জেরে ব্যাহত রেল পরিষেবা। সকাল ১০টায় শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। তবে সকাল সাড়ে ৯টা নাগাদ যাত্রীরা জানতে পারেন, ট্রেনটি বাতিল করা হয়েছে। এই খবরে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা এবং রেল লাইন অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরোধ চলার ফলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। যাত্রীদের শান্ত করার চেষ্টা করেন তারা। তবে যাত্রীরা পরিষ্কার জানান, ট্রেন স্টেশনে না আসা পর্যন্ত তাঁরা অবরোধ তুলে নেবেন না।

দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি বাতিল না করে রিশিডিউল করা হয়েছে। দুপুর ১টা ৪৫-এ ট্রেনটি ছাড়ার কথা। যাত্রীদের অভিযোগ, সকাল থেকে স্টেশনে অপেক্ষা করছিলেন তাঁরা। অনেকেই রাতভর স্টেশনে কাটিয়েছেন। মালদা, মুর্শিদাবাদসহ বিভিন্ন জায়গা থেকে আসা যাত্রীরা জানান, এভাবে হঠাৎ করে ট্রেন বাতিল করার সিদ্ধান্ত অত্যন্ত অন্যায়। দীপক নামে এক যাত্রী বলেন, “৯ তারিখ থেকে ট্রেন বাতিল হয়েছে, অথচ সোমবারও তৎকাল টিকিট দেওয়া হয়েছে। এটা কীভাবে সম্ভব?”

এই প্রসঙ্গে পিয়ালী দাস নামে এক যাত্রী বলেন, “সকাল থেকে স্টেশনে বসে নাজেহাল হচ্ছি। এত মানুষ সমস্যায়, অথচ স্টেশনের কোনও আধিকারিক আসেননি। বাধ্য হয়েই আমাদের বিক্ষোভে শামিল হতে হয়েছে।” রেল পুলিশ ফোর্সের (আরপিএফ) ওসি এস কে সিং এই প্রসঙ্গে বলেন, “হঠাৎ ট্রেন বাতিল হওয়ায় যাত্রীরা সমস্যায় পড়েছেন। আমরা তাঁদের অনুরোধ করছি রেল লাইন থেকে উঠে যেতে। কারণ ট্রেন আসবে।”