উলুবেরিয়াতে ফের অ্যাম্বুলেন্সের অভাবে রোগী মৃত্যু! দেরিতে চিকিৎসা শুরু

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,8 মার্চ: হুগলিতে এক রোগী অ্যাম্বুল্যান্স না পাওয়ায় তার মৃত্যু হয়। আর অভিযোগ আসে তার চিকিৎসা অনেক দেরি করে শুরু করা হয়েছে। গতকাল রাতে এই ঘটনা শ্যামপুরের কলমপুর গ্রামে হাসপাতালে উত্তেজনা ছড়ায়। জেলা স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রোগীর নাম সুলতানা বেওর।তার বয়স ৫৫ বছর। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকায় তার বাড়ি। কয়েকদিন আগে শ্যামপুরের শিবগঞ্জে তার মেয়ের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। এবং গতকাল রাতে তার শ্বাসকষ্ট শুরু হয়। এবং পরিবারের লোকেরা তৎক্ষণাৎ তাঁকে কমলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। যদিও রাতে হাসপাতালের ইমার্জেন্সি গেট বন্ধ থাকায় তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বলে অভিযোগ। মৃত রোগীর পরিবারের বক্তব্য দীর্ঘক্ষণ ডাকাডাকির রোগীকে দেখার পর চিকিৎসক তাঁকে উলুবেড়িয়া মেডিকেল কলেজে স্থানান্তরিত করার কথা বলেন।

রোগীর পরিবারের তরফে অ্যাম্বুল্যান্সের খোঁজ করেন। কোনও চালকই যেতে চাননি বলে অভিযোগ। একাধিক অ্যাম্বুল্যান্স থাকলেও কেউ রাজি হননি বলে দাবির পরিবারের। অভিযোগ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স চালকদের ফোন নাম্বার দেওয়া হলেও তারা কোনওভাবেই রোগীকে পরিষেবা দিতে রাজি হয়নি।