আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১১ জানুয়ারি: অর্জুন সিং এর পুত্র পরপর দুবার সিবিআইকে এড়িয়ে যায়। তবে এবার তৃতীয়বারে সিবিআইয়ের মুখোমুখি হতে রাজি হন ভাটপাড়ার বিজেপি বিধায়ক। আগামী সপ্তাহে গোয়েন্দা সংস্থা সিআইডি-র মুখোমুখি হবেন বলে জানিয়েছেন তিনি। আগামী ১৩ই জানুয়ারি ভবানী ভবনে যাবেন পবন সিং। শনিবার সাংবাদিকদের তিনি জানালেন, ১০ তারিখের পর সিআইডি-র দপ্তরে যেতে পারবেন বলে জানিয়েছিলেন। সেইমতো ১৩ তারিখ তিনি তদন্তে সহযোগিতা করতে পৌঁছে যাবেন দপ্তরে।
রাজ্য তদন্তকারী সংস্থা ভাটপাড়ার টেন্ডার দুর্নীতি নিয়ে তদন্তে পবন সিং এর নাম উঠে এসেছে। তিনি যখন পুরো ভাটপাড়ার পুরসভার চেয়ারম্যান ছিলেন সেই সময় থেকে এই টেন্ডার দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। পবন সিং নাকি টেন্ডার পাওয়া ওই সংস্থার কর্ণধার ছিলেন। সিআইডি তদন্তকারীরা এই কারণেই পবনকে জিজ্ঞাসাবাদ করতে চান। এর আগে বুধবার এবং শুক্রবার সিআইডি-র সেসব নোটিস উপেক্ষা করেছিলেন অর্জুনপুত্র। তদন্তকারী সংস্থাকে জানিয়েছিলেন, ১০ তারিখ পর্যন্ত তিনি ব্যস্ত থাকবেন। তারপর যেতে পারবেন। তাই পরপর দুবার হাজিরা এড়ানোর পর ফের তাঁকে নোটিস পাঠানো হয়। তা গ্রহণ করে বিজেপি বিধায়ক জানান, আগামী ১৩ই জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় সিআইডি দপ্তরে যাবেন।
যদিও এভাবে বারবার সিআইডি তলবকে মোটেই ভালোভাবে নেননি ভাটপাড়ার বিজেপি বিধায়ক। টেন্ডারে কোথাও কোনও দুর্নীতি হয়নি বলে দাবি করে তাঁর অভিযোগ, বিরোধী দলের জনপ্রতিনিধি হওয়ায় তাঁর উপর প্রতিহিংসাবশত এতবার তলব করা হল। এনিয়ে বারবার সরব হয়েছেন পবন। তবে তদন্তে সহযোগিতার জন্য হাজিরা দেবেন বলে জানালেন অর্জুনপুত্র।