আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২১ জানুয়ারি: হঠাৎ করে জম্বু ও কাশ্মীরের গ্রামে শুরু হয়েছে মৃত্যু মিছিল। এক রহস্যময় অসুখে সারা গ্রাম হয়ে উঠেছে শশান। এবং প্রত্যেকটা মানুষের এই মৃত্যুকে ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে। জানা গেছে, জ্বর, সর্দি কাশি, মাথা যন্ত্রণা ও বমি এই সবই উপসর্গ দেখা যাচ্ছে এই রোগে। এবং এমন উপসর্গ দেখা গেলে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। তার পরক্ষণে প্রত্যেকের মৃত্যুবরণ করছে। খবর অনুযায়ী, এই অসুখে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু ঠিক কোন অসুখের প্রকোপে এতজনকে প্রাণ হারাতে হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, রাজৌরি জেলায় উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে বাধাই নামে একটি গ্রামে গত ৭ ডিসেম্বর সেখানে একসঙ্গে ৫ ব্যক্তির মৃত্যু হয়। তারপর ওই একই পরিবারের ৮ জনের মৃত্যু হয়। এই অজানা রোগে মা-বাবা-সহ ৬ সন্তান মারা যায়।গত রবিবার, ১৯ জানুয়ারি এক কিশোরীর মৃত্যু হলে সব মিলিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭-তে। ওই কিশোরী হাসপাতালে ভেন্টিলেশনে ছিল গত কয়েক দিন।
স্বরাষ্ট্র মন্ত্রক সহ প্রায় ১১ সদস্যের এক কমিটি গঠন করে ইতিমধ্যে এই পুরো বিষয়টিকে খতিয়ে দেখছে। এবং রবিবারই রাজৌরি পৌঁছেছে সেই দল। জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকও করেছে তারা। সোমবার দলটি বাধাই গ্রামেও পরিদর্শনে গিয়েছিল। এদিকে জম্মু ও কাশ্মীরের পুলিশও একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। তারা এই ঘটনায় অপরাধের চক্রান্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে তারা। কয়েকজনের মোবাইল স্ক্যানও করা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও ষড়যন্ত্রের সন্ধান মেলেনি।
জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও বাধাই গ্রামে পরিদর্শনে গিয়েছিলেন। আক্রান্তদের পরিবারের সঙ্গে তিনি দেখা করেছেন। আশ্বাস দিয়েছেন, সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখার। কোনও রকম অপরাধের খোঁজ পেলে তারও তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।