প্রধানমন্ত্রীর বার্তা! সংসদে একতার মহাকুম্ভের  সাফল্য গাথা মোদির মুখে

আজ এখন,দেবপ্রিয়া কর্মকার,১৮ মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন সংসদে মহাকুম্ভের সাফল্যের জয়গান গাইলেন। তিনি বলেন, ‘মহাকুম্ভ থেকে একতার অমৃত পেয়েছি আমরা।’ পাশাপাশি, “বৈচিত্রের মধ্যে ঐক্য, ভারতের এই চেতনার উজ্জ্বল প্রতিফলন দেখা গিয়েছে মহাকুম্ভে। এই উৎসবের মধ্য দিয়ে গোটা বিশ্ব ভারতের স্বরূপ দেখেছে।”

গতকাল সংসদে মহাকুম্বের আয়োজনে ধন্যবাদ জানিয়ে একটি পবিত্র উৎসবের কথা বললেন প্রধানমন্ত্রী। মহাকুম্ভের মত এই বিরাট আয়োজন যাদের জন্য সফল হয়েছে সেই সব কর্মী, পুণ্যার্থী ও উত্তরপ্রদেশের জনতাকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, “ভগীরথ যেমন বহু চেষ্টার পর মা গঙ্গাকে মর্তে এনেছিলেন, মহাকুম্ভকে সাফল্যমণ্ডিত করতে সেই একই চেষ্টা আমরা দেখেছি প্রয়াগরাজে। এই উৎসব আমাদের দেশাত্ববোধক চেতনাকে জাগিয়েছে। পাশাপাশি আমাদের সামর্থ নিয়ে যারা প্রশ্ন তুলেছিল তাঁদের উপযুক্ত জবাব দিয়েছে মহাকুম্ভের আয়োজন।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “মহাকুম্ভ থেকে একতার অমৃত পেয়েছি আমরা। দেশের সমস্ত প্রান্ত থেকে আসা মানুষ এক হয়ে গিয়েছেন প্রয়াগরাজের তীর্থক্ষেত্রে। আলাদা আলাদা জায়গা থেকে এসে মানুষ দেশের একজোট হয়েছেন, ‘আমি’ থেকে তাঁরা মিশে গিয়েছেন ‘আমরা’য়। এখানে ছোট-বড়োর কোনও পার্থক্য ছিল না। মহাকুম্ভ হয়ে উঠেছিল একতার এক অনন্য নজির। গোটা বিশ্বে যখন আমরা ভাঙন দেখছি বৈচিত্রের মাঝে ঐক্যের উজ্জ্বল ছবি তুলে ধরেছে মহাকুম্ভ। গোটা বিশ্ব মহাকুম্ভের মাধ্যমে ভারতের বিরাট স্বরূপ দর্শন করেছে।”