আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১১ মার্চ: ভারতে এখন অধিকাংশতে দূষিত শহরগুলির মধ্যে অন্যতম। কয়েকদিন হয়েছে প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে,২৫টি দূষিততম শহরগুলির মধ্যে ১৫টিই এদেশে। দিল্লি থেকে শুরু করে ফরিদাবাদ, মুজঃফরনগর, নয়ডার মতো শহরগুলি রয়েছে এই তালিকায়। একমাত্র দূষিত শহরের তালিকায় রাজধানী হিসাবে রয়েছে দিল্লি। বিশ্বের সবচেয়ে দূষিত শহর অসমের বার্নিহাট।
আগের বছর সুইস সংস্থায় IQAir প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট প্রকাশ করেছে। বিশ্বের দূষিততম রাজধানী হল দিল্লি। আর ভারত এই দূষিত দেশগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। ২০২৩ সালে এই তালিকায় ভারতের স্থান ছিল তিন নম্বরে। তারপর একবছরে ভারতের দূষণের মাত্রা প্রায় ৭ শতাংশ কমেছে। রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে ভারতে পিএম ২.৫ কনসেন্ট্রেশনের পরিমাণ ছিল প্রতি কিউবিক মিতারে ৫৪.৪ মাইক্রোগ্রাম। গত বছর সেটা কমে দাঁড়িয়েছে ৫০.৬ মাইক্রোগ্রামে।
প্রসঙ্গত, বায়ুদূষণের কারণে ভারতে প্রচুর শারীরিক সমস্যা দেখা যায়। তার কারণে দেশবাসীর আয়ু গড়ে ৫.২ বছর কমছে। এহেন পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়িয়েছে IQAir রিপোর্ট। যদিও স্বাস্থ্য়মন্ত্রকের উপদেষ্টা তথা WHOর প্রাক্তন বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথনের মতে, দূষণের তথ্য সংগ্রহে অনেক উন্নতি করেছে ভারত। কিন্তু সেই তথ্যের ভিত্তিতে দূষণ রোধের পদক্ষেপ হচ্ছে না পর্যাপ্তভাবে।