যোগীরাজ্যে পুলিশের হাতে এনকাউন্টার! নিহত ৩ রাজ্যের খুনে অভিযুক্ত

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২৫ জানুয়ারি: মিরাটে ঘটে গেছে আবারও এক খুনের ঘটনা। পুলিশ যেই তিনজনকে ইন কাউন্টার করেছে তারা রাজ্যের একাধিক খুনের মামলার অভিযুক্ত। আর মিরাট পুলিশ আজ সকালে এই বিষয়টা সামনে এনেছে। দিল্লি ও মহারাষ্ট্র পুলিশ তাকে খুঁজছিল।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নঈম নাকি মিরাটের লিসারি গেট এলাকায় আত্মগোপন করে রয়েছে, এমনটাই খবর এসেছে গোপন সূত্র মারফত। এবং তদন্তকারীরা ওই খবর পেয়ে তাকে ধরতে যান। আর নঈম পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মুহূর্তের মধ্যে অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পালটা গুলি চালায় পুলিশও। গুলির লড়াইয়ে আহত হয় নঈম। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান।

নঈমের বিরুদ্ধে তার সৎ দাদা, বউদি ও তাঁদের তিন সন্তানকে খুনের অভিযোগ ছিল, মিরাট পুলিশের কাছে। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সে। এছাড়াও দিল্লি ও মহারাষ্ট্রের পুলিশও খুনের মামলায় খুঁজছিল তাকে। মিরাট পুলিশ নঈমের নামে ওয়ারেন্ট জারি করে। মাথার দাম রাখা হয়েছিল ৫০ হাজার টাকা।

নঈমের সৎ দাদা ও তাঁর পরিবারকে খুনের বিষয়ে এলাকার এএসপি বলেন, “লিসারি পুলিশ স্টেশনে পাঁচটি দেহ উদ্ধারের খবর আসে। পুলিশ গিয়ে এক দম্পতি ও তিন সন্তানের দেহ উদ্ধার করে। তাদের মাথায় গভীর ক্ষত ছিল।” এই ঘটনার পর থেকে পলাতক ছিল নঈম। এবার পুলিশের গুলিত খতম হল সে।