বিহতায় রাস্তার জ্যামের মধ্যে ভাইরাল হচ্ছেন পুলিশকর্মী, জানুন বিস্তারিত

আজ এখন নিউজ ডেস্ক, 10 ডিসেম্বর: বর্তমানে রাজধানী পাটনা সংলগ্ন বিহতায় যানজট খুব বড় সমস্যা হয়ে উঠেছে। মুখ্য সচিব থেকে আইজি পাটনা, ডিএম এবং এসএসপি এই জ্যাম থেকে কীভাবে মানুষকে মুক্ত করা যায় তা জানতে এখানে গেলেও কোনও সুরাহা পাওয়া যায়নি। তবে ইতিমধ্যেই একটি ভিডিও সামনে এসেছে, যা জ্যামের পুরো গল্প বলার জন্য যথেষ্ট। এই ভিডিওটি বালি বোঝাই একটি ট্রাক থেকে অবৈধ জিনিস উদ্ধারের। সংশ্লিষ্ট ওই ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, তারা কনস্টেবলের কাছ থেকে বালি বোঝাই ট্রাক নিয়ে অবৈধভাবে টাকা আদায় করছে।

বিহতায় যানজটের প্রধান কারণ হল বালি বোঝাই ট্রাক নো এন্ট্রি রোডে ঢুকতে না দেওয়া। এই রোডে ট্রাক ঢুকতে না দেওয়ার কারণ, যাতে সাধারণ মানুষ যাতায়াত করলে তারা কোনো ধরনের সমস্যায় না পড়ে। কিন্তু, এই লোকেরাই বালি বোঝাই ট্রাক নো এন্ট্রিতে পাস করিয়ে টাকা নিচ্ছে। এই কারণে এখানে প্রতিদিনই যানজটের শিকার হয় সাধারণ মানুষ। তবে এই বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত ডিএসপিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি।

প্রকৃতপক্ষে, বিহতায় প্রায় 20 কিলোমিটার দূরত্বের মানুষ যানজটে ক্ষতিগ্রস্ত হয়। এর সঙ্গে পাটনার সঙ্গে ঔরঙ্গাবাদ, আরাসহ আরও অনেক বড় শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যার জেরে বিহতার বাজারও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই কারণেই এখানকার মানুষ সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করে সরকার ও জেলা প্রশাসনের কাছে ত্রাণ প্রার্থনা করছেন।

07:43