আজ এখন নিউজ ডেস্ক, 8 ডিসেম্বর: উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত ইউপি কলেজে নামাজ নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক। শুক্রবার এখানে জুমার নামাজের সময় হনুমান চালিসা পাঠে অনড় থাকা শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে কলেজে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে পুলিশ শিক্ষার্থীদের প্রবেশ করতে না দিয়ে কোনোমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউপি কলেজে নামাজ ও হনুমান চালিসা নিয়ে বিতর্ক আগাগোড়াই বেশ উত্তপ্ত। মঙ্গলবার নামাজের সময় ছাত্ররা এখানে অবস্থিত মসজিদের কাছে হনুমান চালিসা পাঠ করে তোলপাড় সৃষ্টি করে। বিরোধের পর ৭ জনকে কিছুক্ষণ আটক করা হয়। জুমার নামাজের কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলেজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছিল পুলিশ।
তবে শুক্রবার তৃতীয়বারের মতো ইউপি কলেজে নামাজকে কেন্দ্র করে একদল শিক্ষার্থী কলেজের প্রধান ফটকে পৌঁছে স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। কলেজ ক্যাম্পাসে নামাজ পড়তে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান ফটকে যাওয়ার চেষ্টা করে। এই সময় শিক্ষার্থীরা পুলিশের সামনেও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকে। তবে পুলিশ কোনোমতে পরিস্থিতি সামাল দিয়ে শিক্ষার্থীদের প্রধান ফটক থেকে সরিয়ে দেয়।