আজ এখন নিউজ ডেস্ক, ২৪ডিসেম্বর: পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল রেল হাসপাতালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। কর্মস্থলের চাপ ও মানসিক অবসাদের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হলো রেল কর্মী মৃত্যুঞ্জয় মাঝিকে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজের চাপ এবং মানসিক নির্যাতনই তার এই পরিণতির মূল কারণ।
মৃত্যুঞ্জয় মাঝি (৪৫) রেলে কর্মরত ছিলেন। সোমবার রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় অন্ডাল রেল হাসপাতালে। পরিবারের প্রত্যাশা ছিল, চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু মঙ্গলবার সকালে তাঁদের কাছে পৌঁছায় এক ভয়ঙ্কর খবর-মৃত্যুঞ্জয় আত্মঘাতী হয়েছেন।
এই খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। রেল হাসপাতাল চত্বরে শুরু হয় বিক্ষোভ। কর্মীদের একটি বড় অংশ এই ঘটনার জন্য রেল প্রশাসন এবং অতিরিক্ত কাজের চাপকে দায়ী করছেন। এই প্রসঙ্গে মৃতের স্ত্রী অর্পিতা মাঝি জানান, “কাজের চাপ অত্যাধিক বেড়ে যাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন মৃত্যুঞ্জয়। দিনের পর দিন এই চাপ সহ্য করতে না পেরে এমন কষ্টকর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।”
বিক্ষোভকারীদের মধ্যে ধিরোজ কুমার নামে একজন এই বিষয়ে বলেন, “কর্মস্থলে মানসিক নির্যাতন বন্ধ করতে হবে। দিনের পর দিন কর্মীদের ওপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে, তা মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। কেবলমাত্র মানসিক চাপের কারণেই আত্মহত্যার পথ বেছে নিতে হলো মৃত্যুঞ্জয় মাঝিকে। মৃত্যুঞ্জয়ের মতো আর কাউকে যেন এমন পরিস্থিতির শিকার হতে না হয়।”