আজ এখন ডেস্ক, 30 ডিসেম্বর: বড় ঘোষণা কেজরিওয়ালের তরফে। আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল সোমবার একটি সংবাদ সম্মেলন করেছেন। সংশ্লিষ্ট ওই সম্মেলনে তিনি দিল্লির মন্দির ও গুরুদ্বারে সেবারত সমস্ত পুরোহিত ও পুরোহিতদের সম্মানে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা করেন। কেজরিওয়াল একটি বড় ঘোষণা করে বলেছেন যে, সরকার গঠিত হলে তিনি পুরোহিত এবং পুরোহিতদের প্রতি মাসে 18,000 টাকা দেবেন।
এই বিষয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আজ আমি সেই সমস্ত লোকদের জন্য একটি ঘোষণা করতে যাচ্ছি, যারা সমাজে অনেক অবদান রাখে। কোনো দল বা সরকার কখনো তাদের দিকে নজর দেয়নি। আজ আমি যে প্রকল্পটি ঘোষণা করতে যাচ্ছি তার নাম হল ‘পূজারি গ্রন্থি সম্মান যোজনা’। এই প্রকল্পের অধীনে, মন্দিরে পুজো পরিচালনাকারী পুরোহিত এবং গুরুদ্বারে পুজো পরিচালনাকারী পুরোহিতদের সম্মানী প্রদানের বিধান রয়েছে।
সংশ্লিষ্ট ওই সম্মেলনে তিনি বলেন, ‘আমরা জানি পুরোহিত আমাদের সব সুখ-দুঃখে সাহায্য করেন। একজন শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোহিতরা আমাদের সাথে থাকে। এই পুরোহিত শ্রেণী শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নিয়ে গেছে। এই শ্রেণী কখনই তাদের পরিবারের প্রতি মনোযোগ দেয়নি। আমরাও তাদের দিকে এতদিন কোনো মনোযোগ দেইনি। আজ আমরা তাদের সম্মান জানাতে একটি পরিকল্পনা ঘোষণা করছি।’