সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি! দেড় কোটি টাকার প্রতারণায় গ্রেপ্তার অধ্যাপক

আজ এখন নিউজ ডেস্ক, 3 মার্চ: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চাকরি দেওয়ার নাম করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হলেন এক অধ্যাপক। ধৃতের নাম জোসেফ সরেন, যিনি বর্তমানে হুগলির খানাকুলের রাজা রামমোহন কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় দেড় কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রায়গঞ্জ আদালতে হাজিরা দিতে এসে ধরা পড়েন সরেন। ইটাহার থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। অভিযুক্ত ব্যক্তির বাড়ি দক্ষিণ দিনাজপুরের দানগ্রামে। একসময় তিনি উত্তর দিনাজপুরের কোচরা হাইস্কুলে শিক্ষকতা করতেন। অভিযোগ, সেসময় থেকেই তিনি সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন যুবক-যুবতীর থেকে বিপুল পরিমাণ টাকা নিতেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী, নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে পরিচয়ের কথা বলে সরেন প্রতারিতদের থেকে ২৬-২৭ লক্ষ টাকা করে তুলতেন। টাকা দিলেও কেউই চাকরি পাননি। চেক দিয়ে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও প্রতারণা করেন তিনি। চারটি চেক বাউন্সের মামলায় ফের অভিযোগ ওঠে। ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ এই প্রসঙ্গে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত। আরও কোথাও তিনি একই কৌশলে প্রতারণা করেছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।