মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ! যার জেরে নিজের দাদাকে খুন ভাইয়ের

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২১ ডিসেম্বর: প্রায় প্রত্যেক দিনই বাড়িতে অশান্তি হতো। এবং নিজের মাকে বাড়ির লিখে দেওয়ার নামে চাপ দেওয়া দিচ্ছিল বাপ্পা মণ্ডল নামে এক যুবক। তার দাদা বাধা দিতে গেছিল ভাইকে। এবং বাধা দেওয়ার কারণেই মাথায় আঘাত করে খুন করল গুণধর ভাই। ওই ঘটনাটি ঘটেছে, নদিয়ার হোগলবেড়িয়ার আড়তপুরের হরিপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বাপন মণ্ডল। তার বয়স ৩২ বছরের কাছাকাছি (৩২)। তারা হরিপুর গ্রামে একটি বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন। অনেক দিন হয়ে গেছে তার বাবা মারা গেছে। এবং তার বাবা তার মায়ের নামেই ওই বাড়িটি লিখে গেছে। কয়েকদিন আগে দুই ভাইয়ের মধ্যে জমি জমা ভাগ হয়ে যাওয়ার পরেও, ভাই বাপ্পা মন্ডল ওই বাড়ি নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিলে। শুক্রবার সন্ধ্যার পরেও প্রৌঢ়া মাকে একইভাবে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দেওয়া হছিল।

তার দাদা বাপন মন্ডল পেশায় ছিলেন একজন গৃহ শিক্ষক। তিনি ওই অশান্তি চলাকালীন বাড়িতে ফেরেন। এবং এই ঘটনা দেখে তীব্র প্রতিবাদ করেন তিনি। ভাইকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপরই দুই ভাইয়ের মধ্যে শুরু হয়ে যায় প্রবল ঝামেলা। সেইসময় বাপ্পা দাদা বাপন মণ্ডলের মাথায় একটি কাঠ দিয়ে আঘাত করে। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন তিনি। স্বামীকে বাঁচাতে স্ত্রী ছুটে গিয়েছিলেন। তাঁকেও একইভাবে মাথায় ওই একই কাঠ দিয়ে আঘাত করা হয়। তাঁরও মাথা ফেটে যায়।

স্বামী-স্ত্রী দুজনকেই উদ্ধার করে প্রথমে করিমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকে রাতেই শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ শনিবার সকালে মারা গিয়েছেন বাপন মণ্ডল। তাঁর স্ত্রীর শারীরিক অবস্থাও উদ্বেগজনক। গ্রেপ্তার করা হয়েছে ভাইকে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।