মহাকুম্ভে পদপিষ্টে মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

আজ এখন নিউজ ডেস্ক, 30 জানুয়ারি: মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে ৩০ জন তীর্থযাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিশাল তিওয়ারি নামে এক আইনজীবী। তাঁর দাবি, এই ভয়াবহ দুর্ঘটনার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক। মামলাকারীর মতে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া জরুরি।

বিশাল তিওয়ারি তাঁর আবেদনে উল্লেখ করেছেন, দেশের শীর্ষ আদালত যেন উত্তরপ্রদেশ সরকারের কাছে এই দুর্ঘটনার বিশদ রিপোর্ট চেয়ে পাঠায়। এছাড়া, প্রয়াগরাজে সব রাজ্যের পক্ষ থেকে সহযোগিতা কেন্দ্র খোলার পরামর্শও দিয়েছেন তিনি, যেখানে পুণ্যার্থীদের নিরাপত্তা সংক্রান্ত তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হবে।

মামলায় বিশেষভাবে জোর দেওয়া হয়েছে বিভিন্ন ভাষায় প্রচার চালানোর ওপর। মাইকে প্রচার এবং নির্দেশিকা সম্বলিত ডিসপ্লে বোর্ড স্থাপনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তীর্থযাত্রীরা যাতে ভাষাগত সমস্যার মুখে না পড়েন, সেজন্য প্রতিটি রাজ্যের উদ্যোগে বিশেষ শিবির স্থাপনের অনুরোধও করা হয়েছে। মহাকুম্ভে লাখো মানুষের সমাগম হয়, যাঁরা বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন ভাষায় কথা বলেন। তাই এমন বৃহৎ আয়োজন নির্বিঘ্ন করতে এবং তীর্থযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে সব রাজ্যের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মামলাকারী মনে করেন।

মেডিক্যাল পরিষেবা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেছেন, প্রতিটি রাজ্যের তরফে কুম্ভ মেলায় বিশেষ মেডিক্যাল টিম পাঠানো উচিত। এই টিমে ডাক্তার এবং নার্সদের অন্তর্ভুক্তির মাধ্যমে জরুরি পরিস্থিতিতে চিকিৎসার ঘাটতি মেটানো যাবে এবং সাধারণ মানুষ বিপদের সময় অসহায় অবস্থায় পড়বেন না। মামলাকারীর মতে, মহাকুম্ভের মতো ঐতিহ্যবাহী এবং বৃহৎ আয়োজনের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং সেবার মান বাড়াতে প্রশাসনের সক্রিয় ভূমিকা অত্যাবশ্যক।