আজ এখন নিউজ ডেস্ক, 11 মার্চ: দোলের সময় সাধারণ মানুষের জন্য রবীন্দ্র সরোবরের দরজা বন্ধ থাকলেও, কিছু বিশেষ ক্লাবের জন্য খোলা রাখার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। পরিবেশপ্রেমী সংগঠন ও স্থানীয়দের একাংশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে, মঙ্গলবার সকালে সরোবরের ১২ নম্বর গেটে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের অভিযোগ, পরিবেশ সংরক্ষণের নিয়ম লঙ্ঘন করে ক্লাবগুলিকে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
দোল উৎসব উপলক্ষে ১৪ ও ১৫ মার্চ রবীন্দ্র সরোবর সাধারণ মানুষের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রতিবছরের মতোই ছট বা অন্য উৎসবের সময় পরিবেশ রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু এ বছর কয়েকটি ক্লাবকে দোল উদযাপনের জন্য সরোবরের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
লেক লাভার্স ফোরামের নেতৃত্বে পরিবেশপ্রেমী ও স্থানীয় বাসিন্দারা সরোবরের প্রবেশদ্বারে জমায়েত হয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তাঁদের দাবি, জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অমান্য করে সরোবর এলাকায় নির্মাণকাজের অনুমতি দেওয়া হয়েছে। এবার একইভাবে ক্লাবগুলির জন্য দোল উদযাপনের সুযোগ করে দেওয়া হচ্ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর।
বিক্ষোভকারীদের তরফে জানানো হয়েছে যে, তাঁরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কমিশনারকে বিষয়টি মেল করে জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রতি বছর ছট উপলক্ষে পরিবেশ রক্ষার জন্য সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হলেও, এবার দোল উৎসবে ক্লাবগুলির জন্য বিশেষ ছাড় দেওয়ায় প্রশ্ন উঠছে নীতির স্বচ্ছতা নিয়ে। সরোবরের পরিবেশ ও সুরক্ষা বজায় রাখতে এমন সিদ্ধান্ত কতটা সঙ্গত, তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। পরিবেশপ্রেমীদের তরফে দাবি, এই ধরনের সিদ্ধান্ত সরোবরের সংবেদনশীল বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে।