কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! তবে কি কমবে পারদের তাপমাত্রা?

আজ এখন,দেবপ্রিয়া কর্মকার,১৭মার্চ: আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস কি মিথ্যে করে গতকাল সারা কলকাতা জলে ভিজল। শহরের নামল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সারাদিনের এই দমফাটা গরম কাটাতে সামান্য বৃষ্টিপাত হলেও তার তেমন কোন ফল দেখা যায়নি।

হোলির দিন গরমের তাপমাত্রা তুঙ্গে ছিল। কলকাতার পূর্বাভাস অনুযায়ী কলকাতায় সেদিন ‘হট ডে’ ছিল। যত বেলা বাড়ছিল সূর্যের তাপ দাবদাহের মতো পরিস্থিতি তৈরি হয়। রীতিমতন ঘর থেকে বেড়ানো দায় হয়ে পড়ছিল। দিন যত আস্তে আস্তে গড়িয়েছে পরিস্থিতি তত খারাপ হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে ঝড়-বৃষ্টির খবর আসতে থাকে। পুরুলিয়া, বাঁকুড়া থেকে হুগলি, প্রায় সর্বত্রই বৃষ্টি নামে।

তবে কলকাতায় সন্ধ্যার পর থেকেই হাওড়া বদল হতে শুরু করে। রাতের দিকে ঝিরঝির বৃষ্টি হয়। তার সঙ্গে বিদ্যুৎ চমকায় এবং ঝোড়ো হাওয়াও বয়। যদিও তার স্থায়িত্ব ছিল খুবই কম। সামান্য ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে শহরের গুমোটভাব কিছুটা কেটেছে। তবে সন্ধ্যার বৃষ্টির প্রভাব সকাল পর্যন্ত থাকবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আগামিকাল সকাল থেকে ফের তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে।

সময় আরেকটু গড়াতেই ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয় পুরুলিয়া শহরে। গ্রামীণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভালোই বৃষ্টি হয়। তবে গরম কমেনি একফোঁটাও। উলটে ভ্যাপসা গরম বেড়েছে। তবে বাঁকুড়ার ছবিটা অন্যরকম। বিষ্ণুপুর, কোতুলপুরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সঙ্গে ছিল শিলাবৃষ্টি। কিছুক্ষণর মধ্যে শিলার সাদা চাদরে ঢেকে যায় এলাকা। কোনওরকম পূর্বাভাস ছাড়াই বদলে যায় আবহাওয়া। তবে তা সাময়িক। সন্ধ্যা গড়াতেই আবার গরম লাগতে শুরু করে।