মেষ: বিদ্যার্থী ও গবেষকদের পক্ষে দিনটি শুভ। পেশাদারদের কর্ম উন্নতি। মানসিক বিক্ষিপ্ততা ও হতাশা।
বৃষ: একাধিক সূত্রে অর্থ প্রাপ্তি। পেশার উন্নতি ও সুনাম। বিজ্ঞান গবেষকদের পক্ষে দিনটি অনুকূল।
মিথুন: পারিবারিক দিকটিতে সমস্যা থাকবে। কাজকর্মে মনোযোগের অভাব। দুপুর থেকে স্বাস্থ্য সমস্যা হতে পারে।
কর্কট: দাম্পত্য অশান্তি ও মনঃকষ্ট। ব্যবসায়িক প্রচেষ্টায় সাফল্য। পুরনো রোগের বৃদ্ধিতে দেহকষ্ট।
সিংহ: দিনটি অপেক্ষাকৃত শুভ। পেশাদারি কর্মে সাফল্য। গৃহে অতিথি সমাগমে আনন্দ।
কন্যা: বিশেষ কোনও ব্যক্তিগত কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। কন্যাসন্তানের বিয়ের যোগাযোগে বাধা। কর্মে শুভ।
তুলা: পারিবারিক অশান্তি ও মনঃকষ্ট। সৃজনশীল কর্মে যশ, খ্যাতি ও সুনাম। আয় বাড়বে।
বৃশ্চিক: কাজকর্ম ও পেশায় শুভ। আর্থিক দিকটির উন্নতি হবে। গৃহ পরিবেশে পারস্পরিক মনোমালিন্যের যোগ।
ধনু: উত্তম ধনযোগ আছে। উচ্চপদস্থ প্রশাসনিক কর্মীদের পক্ষে কর্ম সাফল্য ও খ্যাতির যোগ। শরীর মোটামুটি থাকবে।
মকর: উপকৃত জনের ব্যবহারে মনঃকষ্ট। আয়ের ক্ষেত্রটি অনুকূল। কাজকর্মে অগ্রগতি।
কুম্ভ: একাধিক সূত্রে অর্থ লাভ ও সঞ্চয়। যানবাহন ক্রয়ের পরিকল্পনা। শরীর-স্বাস্থ্য ঠিক থাকবে।
মীন: কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি হবে। বিশেষ কোনও সূত্রে বৈষয়িক উন্নতির যোগ। মনে হতাশা থাকবে।